উজ্জ্বল দত্ত,কলকাতাঃ
আগামী ৭ মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সহ রাজ্য শীর্ষ নেতৃত্ব বৃন্দ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের প্রস্তুতি খতিয়ে দেখতে বার বার যাচ্ছেন। শুক্রবার এরাজ্যের পর্যবেক্ষক ও সর্বভারতীয় বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পরিদর্শনে আসেন।
সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন ,ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলার সব থেকে বড় জনসভা করা হবে,যা আগে কখনো হয়নি । তাই বিজেপির জন্য ব্রিগেড গ্রাউন্ড অনেকটাই ছোট। ব্রিগেড মঞ্চে মিঠুন চক্রবর্তী সহ বেশ কিছু নামী অভিনেতা , তৃণমূলের বিধায়ক ও সাংসদের বিজেপিতে যোগদানের জল্পনার কথা বলেছেন কৈলাস বিজয়বর্গীয়।
তিনি আরও জানান, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র বিজেপি প্রার্থী তালিকায় নাম থাকবে কি না এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি একটি পরিবার, দল নয়। বৃহত্তর দল। ফলে কেন্দ্রীয় নেতৃত্বের তরফেই ২০২১ বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা আজ এবং আগামীকাল হতে পারে।
আরও পড়ুনঃ প্রার্থী তালিকা ঘোষণা তৃণমুলের, নন্দীগ্রাম থেকে লড়ছেন মমতা
এদিকে জানা গেছে, আজ থেকেই ব্রিগেড সভামঞ্চ দখল নিল প্রধানমন্ত্রীর এসপিজি টিম। এদিন হেলিকপ্টারেও মহড়া করা হয়েছে। এছাড়াও পুলিশ কুকুর নিয়ে সভা মঞ্চ ঘুরে দেখলেন সভার দায়িত্বে থাকা এসপিজি টিম। আজ রাত থেকেই সভা মঞ্চ দখল নিচ্ছে কুড়ি জনের কমান্ডো টিম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584