বর্তমান সমাজের মুখে ‘দেবী’র থাপ্পড়

0
136

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

দুদিন পরেই নারীদিবস। তার ঠিক আগেই মুক্তি পেল প্রিয়াঙ্কা ব্যানার্জি পরিচালিত স্বল্পদৈর্ঘের ছবি ‘দেবী’। সারা ভারতে প্রতিদিন কয়েকশো মহিলা ধর্ষণের শিকার হন। বাদ যায় না শিশু কন্যাও। এই ঘটনাকেই ‘দেবী’তে তুলে ধরেছেন প্রিয়াঙ্কা।

short film Devi | newsfront.co
ছবিঃ ইউটিউব

ছবিতে অভিনয় করেছেন কাজল, শ্রুতি হাসান, নেহা ধুপিয়া, নেহা কুলকারনি সহ অন্যান্যরা। মুক্তি পাওয়ার পরই ইউটিউব ট্রেন্ডিং-এ চতুর্থ স্থানেও চলে গিয়েছিল এই ছবি।

Kajol | newsfront.co
ছবিঃ ইউটিউব

এই ছবিতে দেখা যাচ্ছে যে একটি ঘরে ৯জন মহিলা থাকেন। ওই ৯ জন মহিলাই কোনও না কোনওভাবে ধর্ষিত হন এবং মারা যায়। মৃত্যুর পর তাদের জন্য কেবল একটা ঘরই বরাদ্দ হয়। একদিন তাদের ঘরে থাকার জন্য নতুন কেউ আসে।

আরও পড়ুনঃ ভিন্নধর্মী মার্ডারের গল্প বড়পর্দায়

actress Kajol | newsfront.co
ছবিঃ ইউটিউব

কলিং বেল বাজায় কিন্তু ঘরে আগে থেকে বসবাস করা মহিলারা নতুন কারোকে আর ঘরে আনা যাবে না বলে সাফ জানায়। এর মধ্যেও ঘরের মহিলাদের শান্ত করার আপ্রাণ চেষ্টা করেন ওই ঘরেই বসবাসকারী এক মহিলা। কিন্তু ঘরের বাইরে কে অপেক্ষা করছে? তা জানার জন্য একবার হলেও দেখতে হবে স্বল্পদৈর্ঘের ছবি ‘দেবী’।

এই ছবি বর্তমান সমাজে মেয়েদের ওপর ঘটে চলা নৃশংস অত্যাচারের বিরুদ্ধে কথা বলে। বলা যেতে পারে বর্তমান সমাজকে সজোরে একটা থাপ্পড় মারবে ‘দেবী’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here