মোহনা বিশ্বাস, কলকাতাঃ
৫ই জানুয়রি, রবিবার সন্ধ্যায় সায়েন্স সিটি অডিটোরিয়ামে একঝাঁক তারকার উপস্থিতিতে অনুষ্ঠিত হল ‘কলাকার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। এবছর ২৮তম বর্ষে পদার্পণ করল এই অনুষ্ঠান।

১৯৯৩ সালের ১জানুয়ারি প্রথম কলাকার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছিল জি.ডি. বিড়লা সভাঘরে। অশোক কলানাউরিয়া প্রথম কলকাতায় এই ধরনের অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। রবিবার সিনেমা, টেলিভিশন, বিনোদন-এর বিভাগে কলাকার অ্যাওয়ার্ড পেলেন বিশিষ্টজনরা।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊষা উত্থুপ, ধৃতিমান চ্যাটার্জী, ইমন চক্রবর্তী, বিক্রম ঘোষ, রুক্মিনী মৈত্র, অঙ্কুশ হাজরা, সৃজিত মুখার্জী, ২০১৮-র সা রে গা মা পা-এর বিজয়ী অঙ্কিতা ভট্টাচার্য সহ অন্যান্য তারকারা।

এদিন ‘কলাকার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে সিনেমা বিভাগে লিভিং লিজেন্ড অ্যাওয়ার্ড পেলেন প্রবীণ অভিনেতা ধৃতিমান চ্যাটার্জী। সেরা সিনেমার অ্যাওয়ার্ড পেল হৃত্বিক রোশন অভিনীত ছবি ‘সুপার ৩০’ এবং সুচন্দ্রা ভানিয়া প্রযোজিত ছবি ‘পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবেই’।

‘গুমনামি’ সিনেমাটির জন্য সেরা পরিচালকের অ্যাওয়ার্ড পেলেন পরিচালক সৃজিত মুখার্জী। ‘সুপার ৩০’ সিনেমাটির জন্য সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেলেন জনপ্রিয় অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। ‘বিবাহ অভিযান’ সিনেমাটির জন্য সেরা অভিনেতার অ্যাওয়ার্ড পেলেন জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা।

‘পাসওয়ার্ড’ সিনেমাটির জন্য সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেলেন জনপ্রিয় অভিনেত্রী রুক্মিনী মৈত্র। ইয়ুথ আইকন অ্যাওয়ার্ড পেলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান।

বিনোদন বিভাগে ‘বসু পরিবার’ সিনেমাটির জন্য সেরা সঙ্গীত পরিচালক হিসাবে অ্যাওয়ার্ড পেলেন বিক্রম ঘোষ। সেরা লাইভ পারফর্মার অ্যাওয়ার্ড পেলেন ইমন চক্রবর্তী। সেরা ক্রমবর্ধমান তারকা হিসাবে জগজিৎ সিং মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেলেন সা রে গা মা পা ২০১৮-র বিজয়ী অঙ্কিতা ভট্টাচার্য।

তারকার ৫০ বছর-এই অ্যাওয়ার্ডটি পেলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপ। এছাড়াও এদিন সেরা ধারাবাহিক অ্যাওয়ার্ড পেল ‘ইয়ে তেরি গালিয়ান’, সেরা কমেডি শো-র অ্যাওয়ার্ড পেল ‘দ্যা কপিল শর্মা শো’, হইচই-এর ‘কামিনী’ ওয়েব সিরিজের জন্য সেরা ওয়েব সিরিজ অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেলেন বরখা বিস্ত। সেরা কমেডিয়ানের অ্যাওয়ার্ড পেলেন কিকু সারদা।

এছাড়াও বেশ কিছু তারকা এদিন কলাকার অ্যাওয়ার্ড পান। অনুষ্ঠান জুড়ে ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সবমিলিয়ে এদিন তারকাখচিত এই কলাকার অ্যাওয়ার্ড অনুষ্ঠান ছিল জমজমাট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584