কালবৈশাখীর দাপটে তছনছ আলিপুরদুয়ার

0
53

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

সোমবার সন্ধ্যায় কালবৈশাখী আছড়ে পড়ল আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তে। ঝড়ের মেয়াদ ছিল অল্প সময়। কিন্তু তার মধ্যেই একেবারে সব তছনছ করে দিয়ে চলে গেছে।এটাকে এক কথায় আমফানের ছোট ভাই বললেও ক্ষতি হবে না। কারণ এর দাপট ছিল যথেষ্টই বেশি। এই ঝড়ের ফলেই অনেক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। গাছপালা ভেঙে যায়।

Kalbaisakhi | newsfront.co
নিজস্ব চিত্র

এমনকি অনেক জায়গায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে গিয়েছে। নেই ফোনের নেটওয়ার্ক। অনেকের আবার রাতের ঘুম পর্যন্ত উড়ে গেছে। কারো কারো ঘরের চালটাই উড়িয়ে নিয়ে গেছে এই কালবৈশাখীর ঝড়। মানুষ এখন অনেকটাই আতঙ্কের মধ্যে আছে। কারণ, এমনিতেই করোনার আবহ, তার মধ্যে এই কালবৈশাখী।

আরও পড়ুনঃ ইদের দিন বাইক দুর্ঘটনায় শিশু মৃত্যু, জখম ৬

জানা গেছে, ফালাকাটা, বীরপাড়া,মাদারিহাট সহ জেলার বিভিন্ন প্রান্তে এর ভালোই প্রভাব পড়েছে। কালবৈশাখীর দাপটে ফালাকাটা ব্লকের বেংকান্দি গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে । বড় বড় গাছ উপড়ে পড়েছে । ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের তার।

উল্লেখ্য, গত বুধবারই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ধ্বংসলীলা চালায় ঘূর্ণিঝড় আমফান, যার প্রভাব এখনও কলকাতার অলিতে গলিতে স্পষ্ট। এবার তারপরেই উত্তরবঙ্গের বুকেও হয়ে গেল এক ভয়াবহ কালবৈশাখী।গতকাল ঠিক সন্ধ্যার পরেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় শুরু হয়ে যায় ঝড়ো হাওয়া, আর সাথে হয় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here