কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড দক্ষিণ দিনাজপুর

0
46

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

মঙ্গলবার দুপুরে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা। বেলা একটার একটু আগে থেকেই আকাশ ঘন মেঘে ঢেকে যায়। যেন ঘনিয়ে আসে সন্ধ্যা। সময় যত গড়াতে থাকে মেঘের গর্জন তত বাড়তে থাকে। কিছু পরেই ধেয়ে আসে প্রবল ঝড়।

storm | newsfront.co
নিজস্ব চিত্র

প্রায় আধ ঘন্টা ধরে ঝড়ের সঙ্গে চলে প্রবল বৃষ্টি। এমনিতেই লকডাউনে রাস্তাঘাটে তেমন লোকজন না থাকলেও যারা বেড়িয়েছিল কাজ কর্মে, তারাও ঝড় আসার আগে নিরাপদ আশ্রয়ে চলে যায়।কাল বৈশাখী ঝড়ে এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর প্রশাসনিক মহলের কাছে এসে পৌছয়নি বলে জানা গেছে।

আরও পড়ুনঃ করোনায় তথ্য গোপন করার অভিযোগ সহ নানা দাবিতে বামপন্থীদের প্রতীকী আন্দোলন

তবে অসমর্থিত সুত্রে জানা গেছে, জেলার বেশ কিছু এলাকায় ঝড়ে দাপটে মাটির কুড়ে ঘর ভেঙে পড়েছে। বেশ কিছু এলাকায় গাছ ভেঙে বিদ্যুতের তার ছিড়ে যাওয়ায় বহু এলাকা বিদ্যুৎ হীন হয়ে পড়েছে।

বৈশাখ মাস শুরু হতে না হতেই এই নিয়ে বেশ কয়েকবার হাল্কা ও ভারী বৃষ্টি সহ কাল বৈশাখী ঝড় হয়ে গেল দক্ষিণ দিনাজপুর জেলাকে। অনান্যবার বৈশাখমাসে যে অস্বাভাবিক গরমের ফলে মানুষের যে অস্বস্তিকর অবস্থা হয়, এবছর মে মাসের প্রথম পর্যন্ত তেমন গরম এই জেলায় এখনও পড়েনি। অথচ করোনার জীবানু নাকি এপ্রিল ও মে মাসের গরমেই কাহিল হয়ে পড়বে বলে বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেছিলেন। এবার কিন্ত তার উল্টোটা হওয়ায় অনেকেই করোনার দাপট আরও কতদিন চলবে সেই আশঙ্কা করছেন। যদিও দক্ষিণ দিনাজপুর এখনও পর্যন্ত গ্রীন জোনেই আছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here