নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
দেখলে মনে হয় দেশ জুড়ে চলা লকডাউনের প্রভাব এবার আকাশেও পড়েছে। সকাল থেকেই কালো চাদরে মুখ ঢেকেছে মেঘলা আকাশ। সোমবার রাত থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।
তবে মঙ্গলবার সকাল থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হল আলিপুরদুয়ারে একাধিক জায়গায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে বৃষ্টিও। একদিকে করোনা জেরে চলছে লকডাউন, অন্যদিকে ঝোড়ো হাওয়ার সাথে তুমুল বৃষ্টি। সব মিলিয়ে নাকাল জেলাবাসী।
আরও পড়ুনঃ সরকারের নির্দেশ অনুসারে থানায় আয়োজিত রক্তদান শিবির
তবে গত কয়েক সপ্তাহ ধরে ঘর বন্দি হয়ে রয়েছে জেলার মানুষ। আর এর মধ্যেই গোদের উপর বিষফোঁড়া হয়ে নামলো বৃষ্টি। তবে এক কথায় বলা যেতেই পারে করোনার হাত থেকে বাঁচাতে বৃষ্টির জলেই স্যানিটাইজ হচ্ছে রাজ্য।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584