নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
প্রতিবছর যে উৎসবের জন্য অপেক্ষা করে থাকে বাংলা তার নাম দুর্গোৎসব। আর এই উৎসবের মরসুমে যদি অনেকদিনের প্রত্যাশার কিছু পাওয়া যায় তবে উৎসবের আনন্দ কয়েকগুণ বেড়ে যায়।
ঠিক এমনটাই ঘটেছে ডুয়ার্সের কালচিনি ও রায়মাটাং চা বাগানের শ্রমিকদের সাথে। দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর পুজোর মুখে অবশেষে রবিবার থেকে খুলে গেল ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার কালচিনি ও রায়মাটাং চা বাগান।
গত ২৬ অক্টোবর ২০১৯ সালে বন্ধ হয়ে যায় এই দুটি চা বাগান। আর বাগান বন্ধ হবার ফলে কর্মহীন হয়ে পড়ে এই দুটি চা বাগানে কর্মরত প্রায় ৩২০০ শ্রমিক। যার ফলে এতগুলি শ্রমিক পরিবারের ভবিষ্যত অন্ধকারে ডুবে যায় ।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবে রূপায়িত হওয়ায় খুশি বিদ্যাসাগরের বীরসিংহ গ্রামের বাসিন্দারা
অবশেষে গত শনিবার ত্রিপাক্ষিক বৈঠকে কালচিনি ও রায়মাটাং চা বাগান খোলার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী রবিবার থেকে খুলে গেল কালচিনি ও রায়মাটাং চা বাগান । পুজোর আগে ডুয়ার্সের এই দুটি চা বাগান খুলে যাওয়ায় খুশি এই দুটি চা বাগানে কর্মরত ৩২০০ শ্রমিক পরিবার ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584