নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
পুজোর সময় পথ দুর্ঘটনা এড়াতে বিভিন্ন উদ্যোগ গ্ৰহণ করছে আলিপুরদুয়ার জেলা পুলিশ। শুরু হয়ে গিয়েছে পুজো আর পুজো শুরু হওয়ার সাথে সাথে আলিপুরদুয়ার জেলার অন্যতম পর্যটন কেন্দ্র রাজাভাতখাওয়া ও ডীমানদী সংলগ্ন এলাকায় শুরু হয়ে গিয়েছে রোমিও বাইক বাহিনীদের দাপট।
পুজো আসলেই বিভিন্ন পর্যটন কেন্দ্র এলাকায় রোমিও বাইক বাহিনীর দাপট শুরু হয়ে যায়। প্রবল গতিতে তারা বাইকে করে দাপিয়ে বেড়ায় আর এই রোমিওদের শায়েস্তা করতে ও পথ দুর্ঘটনা এড়াতে ময়দানে নেমে পড়েছে কালচিনি থানার পুলিশ।
রাজভাতখাওয়া, ডীমা সেতু সহ বিভিন্ন এলাকায় চলছে পুলিশের স্পেশাল অভিযান। এদিন পুলিশ আধিকারিকরা জানান, পুজোর সময় পথ দুর্ঘটনা এড়াতে আমাদের চেকিং চলছে বিভিন্ন জায়গায়।
আরও পড়ুনঃ বালুরঘাটে ক্যাজুয়াল কলেজকর্মীদের অনশন ১১ দিনে
প্রচন্ড গতিতে, বিনা হেলমেটে যারা বাইক চালাচ্ছে তাদের বিরুদ্ধে চলছে এই অভিযান। এদিন বেশ কিছু বাইক আরোহীকে ফাইনও করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584