নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
কালচিনি যুবশক্তি সংঘের পক্ষ থেকে কালচিনিতে শুক্রবার আয়োজিত হল ফুলপাতি শোভাযাত্রা। প্রতিবছরের মত এবছরও সপ্তমীর দিন ফুলপাতি শোভাযাত্রার আয়োজন করল কালচিনি যুবশক্তি সংঘ। ফুলপাতি শোভাযাত্রা মূলত নেপালি সম্প্রদায়ের মানুষের সাংষ্কৃতিক উৎসব। জানা গিয়েছে, সপ্তমীর দিন আয়োজিত হয় এই শোভাযাত্রাটি।
আরও পড়ুনঃ কালচিনির অগ্ৰগামী সংঘের এবছরের পুজোর থিম করোনা – বৃদ্ধাশ্রম
এদিন কালচিনি ৩নং চৌপথি এলাকা থেকে এই শোভাযাত্রা বের হয়, শোভাযাত্রাটি কালচিনির বিভিন্ন এলাকা পরিক্রমা করে। তবে করোনা আবহে এবছর ফুলপাতি শোভাযাত্রায় অন্যান্য বছরের মত তেমন জৌলুস নেই। প্রতিবছর এলাকার হাজারের বেশি নেপালি সম্প্রদায়ের মহিলা ও পুরুষ এই শোভাযাত্রায় শামিল হয়, চলে তাদের সাংষ্কৃতিক নৃত্য ও সঙ্গীত কিন্তু এবছর শুধু মাত্র হাতেগোনা কয়েকজন শামিল হয়েছে এই শোভাযাত্রায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584