ঝাড়গ্রাম নবচেতনা ক্লাবের কালী পূজার বিশেষ আকর্ষণ ষোলোটি মুখের কালী

0
309

কার্ত্তিক গুহ,ঝাড়গ্রামঃ
ঝাড়গ্রাম শহরের কালীপুজোয় এবার থিমের ছড়াছড়ি।কোথাও ৩২হাত ও ১৬টি মুখের কালী হচ্ছে।আবার কোথাও কাচের বোতলের তৈরি মণ্ডপ হচ্ছে।শহরের নবচেতনা ক্লাবের পুজো এবার ৩১ বছরে পড়ল।রবীন্দ্র পার্কের ভিতরে এই পুজো হচ্ছে। জ্বলন্ত সূর্যের আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে। মণ্ডপ তৈরিতে কাপড় ও থার্মোকল ব্যবহার করা হয়েছে।নবচেতনার পুজোর এবার বিশেষত্ব হল ৩২টি হাত ও ১৬টি মুখের কালী প্রতিমা।

কালী মায়ের ১৬ টি মুখ ও ৩২টি হাত। নিজস্ব চিত্র

কালী প্রতিমাটির উচ্চতা ১৪ফুট।পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, ঝুমুর গান, বাউল সঙ্গীত ও বাংলা ব্যান্ড থাকছে। সঙ্গে গণ ভাইফোঁটার অনুষ্ঠান রয়েছে।পুজো কমিটির সভাপতি জয়দীপ ঘোষ বলেন, “এবারের পুজোর মূল আকর্ষণ কালী প্রতিমা।৩২টি হাত ও ১৬টি মুখের প্রতিমা মানুষের মন কাড়বেই।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here