নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
সেই প্রাচীনকাল থেকেই এই বাংলা হিন্দু মুসলিম মেলবন্ধনের ঐতিহ্য বহন করে আসছে। দুর্গাপুজো থেকে ইদ কিংবা কালীপুজো সবকিছুতেই সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায়। তেমনই এক সম্প্রীতির নিদর্শন দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের মনহোলি গ্রামের হাটখোলার জোড়া কালীপুজো ৫০০ বছরের বেশি সময় ধরে হয়ে আসছে।
এই মন্দিরের পাশেই রয়েছে এক পীর বাবার দরগা। প্রতি বছর শাক্ত মতে পূজিত এই দেবীর উদ্দেশ্যে যখন বলিদান করা হয় ঠিক তখনই মুসলিম সম্প্রদায়ের মানুষ পীর বাবার দরগা সিন্নি চড়ান। পাশাপাশি চলে কোরান পাঠ। পীর বাবার দরগাতে সিন্নি চড়ানো থেকে শুরু করে কোরান পাঠের জন্য যে খরচ হয় তা সম্পূর্ণই বহন করে এই জোড়া কালীমাতা পূজা কমিটি।
জানা গেছে, আগে এই পুজো মনহোলি এলাকার জমিদার বাড়ি থেকেই করা হতো সেই সময়তেও এই কোরান পাঠ ও সিন্নি চড়ানোর নিয়ম পালন করা হতো। আর সেই নিয়ম আজও চলে আসছে। এখন জমিদারি প্রথা লোপ পাওয়ার পর গ্রামের জমিদার নেই জমিদারের বংশধররাও এই পুজোর খরচ বহন করেন না।
আরও পড়ুনঃ বিহারে জয়ের পথে বিজেপি, উচ্ছ্বাস বাঁকুড়ায়
তাই গ্রামের মানুষ এই জাগ্রত দেবীর পুজোর সমস্ত দায়িত্ব কমিটি করে নিজেরাই নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। সেই মতই যুগ যুগ ধরে চলে আসছে এই পুজো। সেই প্রাচীনকাল থেকে চলে আসা এই পুজোর নিয়ম যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি নিদর্শন হয়ে রয়েছে তা আগামী দিনেও বজায় রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584