মুখ্যমন্ত্রীর হাত থেকে সেরা থানার পুরস্কার পেল কালিয়াগঞ্জ

0
155

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

Kaliaganj got the best police station award from Cm
নিজস্ব চিত্র

মুখ্যমন্ত্রীর ধর্না মঞ্চে গিয়ে রাজ্যের সেরা থানার শিরোপা নিয়ে এলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার আইসি বিচিত্র বিকাশ রায়।মঙ্গলবার তিনি সেই ট্রফি কলকাতা থেকে কালিয়াগঞ্জে নিয়ে এলে পুলিশ কর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছাস লক্ষ্য করা যায়।থানার মধ্যে একে অপরকে মিষ্টি খাওয়াতে দেখা যায়। শুধু তাই নয় প্রচুর মানুষ থানার আইসিকে এই শিরোপা নিয়ে আসার জন্য শুভেচ্ছা জানান।তৃণমূলের কালিয়াগঞ্জ ব্লক সভাপতি তথা জেলা পরিষদ সদস্য দধি মোহন দেবশর্মা কালিয়াগঞ্জ থানায় গিয়ে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রায়কে।অভিনন্দন জানানোর পর এক সাক্ষাৎকারে দধি বাবু বলেন, “কালিয়াগঞ্জ থানার আইসি যেভাবে কালিয়াগঞ্জ এর আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক বিভিন্ন কাজ গুলি প্রতিনিয়ত করে আসছে তা খুবই প্রশংসনীয়।” তিনি এই সাফল্যের জন্য কালিয়াগঞ্জ থানার পুলিশ কর্মী থেকে সিভিক ভলেন্টিয়ার দের শুভেচ্ছা জানান।অন্যদিকে থানার আইসি বিচিত্র বিকাশ রায় বলেন,”রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে রাজ্যের সেরা থানার পুরস্কার পাওয়া এটা একটা বিরাট অনুভূতি।” তিনি এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে কালিয়াগঞ্জ থানা এলাকার প্রতিটি মানুষের উদ্দেশ্যে এই সম্মান তিনি উৎসর্গ করেন।তিনি বলেন কালিয়াগঞ্জবাসীর ঐকান্তিক সহযোগিতা না পেলে এত বড় সম্মান পাওয়া কোন ভাবেই তার একার পক্ষে সম্ভব হতো না।তিনি বলেন এটা কালিয়াগঞ্জ থানার প্ৰতিটি পুলিশ কর্মীর আন্তরিকতার সাথে ভালো কাজের ফসল বলা যায়।এই পুরস্কার পেয়ে তাদের দায়িত্ব সমাজের প্রতি দায়বদ্ধতা আরো অনেক বেড়ে গেল বলেই আই সি বিচিত্র বিকাশ রায় মনে করেন।

আরও পড়ুনঃ উজ্জ্বল সেবা সংঘ ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধী শণাক্তকরণ শিবির

উল্লেখ্য সোমবার কলকাতার মেট্রো চ্যানেলের সামনে ধরনা মঞ্চে রাজ্যে সব থানার মধ্যে সেরা থানার পুরস্কার দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।কালিয়াগঞ্জ থানা রাজ্যের মধ্যে সেরা পুরস্কার পাওয়ায় উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপার সুমিত কুমার বলেন,”এই সেরা পুরস্কার আগামীদিনে উত্তর দিনাজপুর জেলার বাকি ৮টি থানাকে অনুপ্রাণিত করবে।” সাথে সাথে তিনি কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রায়কে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here