নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা মোকাবিলায় কালিয়াগঞ্জ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে রাতদিন অক্লান্ত পরিশ্রম করা চলেছেন সাফাই বিভাগের কর্মীরা। তাই সেই সাফাই কর্মীদের সুরক্ষার্থে বৃহস্পতিবার তাঁদের হাতে স্যানিটাইজার ও মাস্ক তুলে দিল পুরসভা।
জানা যায় এদিন দুপুরে পুরসভায় এই মাস্ক ও স্যানিটাইজার সাফাই কর্মীদের হাতে তুলে দেন কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কার্তিক পাল। তবে এদিন প্রায় ২৫০ জনের হাতে একজোড়া করে মাস্ক ও একটি করে স্যানিটাইজার তুলে দেওয়া হয়।
আরও পড়ুনঃ সংক্রমণ রুখতে শহর স্যানিটাইজেশনের কাজে নামলেন ডালখোলার ব্যবসায়ীরা
তবে এদিন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান জানান, “করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় পুরসভার সাফাই বিভাগের শ্রমিকেরা দিনরাত কাজ করছেন। প্রথম দফার লকডাউন শুরুর পর এই সাফাই কর্মীদের হাতে মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয়েছিল। অনেকদিন ব্যবহারের ফলে সেগুলির অবস্থা খারাপ হয়েছে। তাই দ্বিতীয় পর্যায়ে লকডাউনের মেয়াদ বৃদ্ধির পর এদিন নতুন করে মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হল পুরসভার সাফাই কর্মীদের”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584