নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা ভাইরাসের মারণ থাবার হাত থেকে কালিয়াগঞ্জ শহরে বাঁচাতে তৎপর পুরসভা। তাই সোমবার শহরের বিভিন্ন জায়গায় জীবাণুনাশক ছড়ানোর কাজ শুরু করলেন পুরসভার পুরপ্রধান কার্তিক পাল। এদিন দুপুরে কালিয়াগঞ্জ পুরসভার অফিস স্যানিটাইজ করার মাধ্যমেই এই কর্মসূচি কাজ শুরু হয়।
পুরসভার পাশাপাশি এদিন শহরের ব্যাংক, এটিএম কাউন্টার, সরকারি অফিস স্যানিটাইজেশন করার কাজও শুরু করেছে দমকল। এদিন পুরকর্মীরা মেশিনের মাধ্যমে পাড়ার রাস্তাঘাট ও সরকারি অফিসের ভেতরে জীবাণুনাশক ছড়ানোর কাজ করে।
আরও পড়ুনঃ মেদিনীপুরে লেভেল ১ করোনা হাসপাতাল পরিদর্শনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল
তবে এর পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা অফিসকে স্যানিটাইজ করার সঙ্গে শহরের রাস্তা, ব্যাংক সহ জনবহুল বাজার এলাকাগুলোতেও জীবাণুমুক্ত করার কাজ করবে পুরসভা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584