তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্য এই সত্যকে সামনে রেখে কেরলের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সংগ্রহে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে শহরের বাম ডান সব রাজনৈতিক দলের নেতৃত্বেরা পথে নেমে ত্রাণ সংগ্রহের কাজ শুরু করে দিল বলে জানা যায়।বুধবার কালিয়াগঞ্জের রামকৃষ্ণ সেবা সমিতির পুরুষ ও মহিলা সদস্য ও সদস্যারা রামকৃষ্ণ সেবাশ্রম সমিতি থেকে বেরিয়ে বিবেকানন্দ মোড়,সুকান্ত মোড়,কালীবাড়ি রোড হয়ে রাস্তায় নেমে ত্রাণ সংগ্রহ করে বলে জানা যায়।
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি সনৎ মুখার্জি জানান তাদের সংস্থা যে ত্রান সংগ্রহ করে পাঠাবে সেই ত্রাণ কেরলের ভয়াবহ বন্যায় দুর্গতদের জন্য সামান্য।কিন্তু বিভিন্ন স্থান থেকে এই সামান্য সামান্য ত্রাণ একত্রিত করলেই বিন্দু থেকে সিন্ধুতে পরিণত হবে।সংস্থার সম্পাদক প্রাণকৃষ্ণ ভৌমিক বলেন রামকৃষ্ণ সেবাশ্রম সংস্থা সবসময়ের জন্য সমস্ত বিপর্যয়ে সাধ্যমত বিপর্যয়ের সামনে এগিয়ে গিয়ে থাকে।
আরো পড়ুন: বিশেষ ট্রেনে বাড়ির পথে কেরলে যাওয়া মানুষ
রামকৃষ্ণ সেবাশ্রমের বর্ষীয়ান সদস্য বিজয় সরকার বলেন তাদের সংস্থ মানুষের কাজ করার জন্যই সৃষ্টি হযেছে।তারা যেকোন বিপর্যয়ে সাধ্যমত কাজ করে থাকে।সংস্থার মহিলা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনু রায়,লীসা ঘোষ সহ প্রচুর মহিলাগণ। বুধবার কালিয়াগঞ্জের সিপিআইএম জোনাল কমিটির পক্ষ থেকে দেবব্রত সরকারের নেতৃত্বে সুদীপ চন্দ,তপন কুমার চক্রবর্তী সহ দলীয় কর্মীরা সমগ্র কালিয়াগঞ্জ শহরে ত্রাণ সংগ্রহ করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584