চোখের জলে কালিয়াগঞ্জ বিদায় জানাল প্রিয় বিধায়ককে

0
77

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

Kaliaganj Say goodbye to mla with tears
নিজস্ব চিত্র

শনিবার কালিয়াগঞ্জের প্রয়াত প্রিয় বিধায়ক প্রমথনাথ রায়কে একটু চোখের দেখা ও শেষ শ্রদ্ধা জানাতে কালিয়াগঞ্জ শহরের তালতলার কংগ্রেসের দলীয় কার্যালয় রাজীব গান্ধী ভবনের সামনে রাস্তার দুইধারে ছিল মানুষের ঢল।
সকাল থেকেই অপেক্ষা করে ছিল প্রিয় নেতাকে একবারের জন্য শেষ চোখের দেখা দেখবার জন্য।

Kaliaganj Say goodbye to mla with tears
নিজস্ব চিত্র

সকাল ৯টার দিকে তার বাড়ি থেকে স্বর্গরথে প্রয়াত নেতার নিথর দেহ দলীয় কার্যালয়ে এলে শুরু হয় শেষ শ্রদ্ধা নিবেদনের পালা।শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত,কালিয়াগঞ্জের পৌর পিতা কার্তিক চন্দ্র পাল,উপ পৌরপিতা বসন্ত রায় ,কমল ঘোষ তৃণমূল নেতা অসীম ঘোষ, রায়গঞ্জ পৌর সভার পৌর পিতা সন্দীপ বিশ্বাস,করনদীঘির বিধায়ক মনোদেব সিংহ,তৃণমূল নেতা পূর্ণেন্দু দে, বিজেপি দলের যুবমোর্চার নেতা গৌরাঙ্গ দাস,রানা প্ৰতাপ ঘোষ,দলের মহিলা নেত্রী দোলা মোদক, পম্পা চৌধরী,ব্যবসায়ী সমিতির পক্ষে সুনীল সাহা,মহেন্দ্রগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রকাশ কুন্ডু ও স্বপন সাহা হেমতাবাদের বিশিষ্ট কংগ্রেস নেতা মিহির দাশগুপ্ত,
কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সম্পাদক সূচন্দন কর্মকার,সভাপতি সাজন শিল্পী তপন চক্রবর্তী,প্রতীতি সাহিত্য সংস্থার পক্ষ থেকে প্রদীপ রায়।সিপিআইএম এর পক্ষ থেকে ভারতেন্দ্র চৌধুরী, জ্যোতি বিকাশ ভদ্র,কংগ্রেস নেতা পবিত্র চন্দ,কালিয়াগঞ্জ টাউন কংগ্রেসের সভাপতি সুজিত দত্ত কমিশনার মঞ্জুরী দত্ত দাম,যুব নেতা তুলসী জয়সওয়াল,শুভদীপ দত্ত,সৌম্য দত্ত সহ কালিয়াগঞ্জের সর্বস্তরের কংগ্রেস কর্মীরা।শ্রদ্ধা জানাতে আসে কালিয়াগঞ্জ ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস কর্মীরা।

শ্রদ্ধা জানানোর পর স্বর্গ রথে কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড় হয়ে ডাক বাংলো রোড হয়ে কালিয়াগঞ্জ শান্তি কলোনীর পৌর শ্মশানে শেষ কৃত্য সম্পন্ন করবার জন্য।বিদায় বেলায় অনেককেই কাঁদতে দেখা যায়।

জানা যায়,অবিভক্ত বাংলাদেশে প্রমথবাবুর জন্ম।পরবর্তীতে রায়গঞ্জের তাহের পুর গ্রামে পরিবারের সঙ্গে চলে আসে।প্রমথবাবু রায়গঞ্জ কলেজ থেকে স্নাতক ও পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাশ করার পর কালিয়াগঞ্জ কলেজে অধ্যপনার কাজে যোগ দেন।পরবর্তীতে প্রিয়রঞ্জন দাশমুন্সির নজরে পড়লে তাকে কালিয়াগঞ্জ বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য বেছে নেন।প্রমথবাবু কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে চারবার বিধায়ক নির্বাচিত হন।এক সময় ২০১১তে কংগ্রেস তৃণমূল জোট সরকারের রাষ্ট্রমন্ত্রী হিসাবে যোগ দেন।প্ৰমথবাবু কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি পদে থাকলেন আমৃত্যু।

মৃত্যুকালে তিনি দুই মেয়ে জামাই নাতি নাতনি রেখে গেছেন।মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৮। রাজ্যে দল পরিবর্তনের ব্যাপক হিড়িকের মধ্যেও তিনি তার নীতিতে অবিচল ছিলেন।অনেক চাপের কাছেও তিনি তার নীতিতে অবিচল থেকে জাতীয় কংগ্রেসের কাজ করে গেছেন।জেলা কংগ্রেস সভাপতি শনিবার কালিয়াগঞ্জে এক প্রশ্নের উত্তরে বলেন,প্রমথবাবু আমাদের জেলার কংগ্রেসের অভিভাবক ছিলেন।এই ধরনের মানুষ আর হবেনা।আমি তার আত্মার শান্তি কামনা করি,পরিবারদের প্ৰতি সমবেদনা রইলো আমার।পৌরপিতা কার্তিক পাল বলেন,উনি আমাদের স্যার ছিলেন তাকে সবসময়ের জন্য শ্রদ্ধা করতাম।

আরও পড়ুনঃ সরকারি গাড়ি লক্ষ্য করে বোমা,দুই আধিকারিক সহ আহত ৩

রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে।কালিয়াগঞ্জের বিধায়ক প্রমথনাথ রায় গত বৃহস্পতিবার একটি বেসরকারি নার্সিং হোমে রাত ২-১৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করে চলে গেলেন কালিয়াগঞ্জের বিধায়কের সাথে সাথে সবার স্যারও বটে।কালিয়াগঞ্জের আইসি শ্রীমন্ত বন্দোপাধ্যায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে অত্যন্ত তৎপরতার সাথে সবাই যাতে তাদের প্রিয় নেতাকে একবারের জন্য চোখে একটু দেখতে পায় তার ব্যবস্থা করতেই তৎপর ছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here