নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনার কারণে তালাবন্ধ কালিয়াগঞ্জের বয়রা কালীমন্দিরের তালা খুলছে ১৭ জুন। তবে ১৫ জুলাই পর্যন্ত কেউ মন্দিরে পূজো দিতে পারবেন না।
মন্দির খোলার আগে ১৫ জুন মন্দিরে ভোলেনাথের বিশেষ পুজো ও মঙ্গলবার বয়রার বিশেষ পুজো অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতি পর্যালোচনা করে ১৫ জুলাইয়ের পর বয়রা কালীমন্দিরে পূজা নিবেদন সংক্রান্ত সিদ্ধান্ত জানাবেন মন্দির পরিচালন কমিটি। এই বিষয়ে মন্দির কমিটির একটি বৈঠক হয়েছে। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ১৫ জুলাইয়ের পরে ফের কমিটি বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুনঃ গঙ্গার স্বচ্ছ জলে অনেক বেশি ধরা দিচ্ছে রুপোলি শস্য
উল্লেখ্য, লকডাউনের জেরে বয়রা কালীমন্দির তালা বন্ধ হয়ে আছে গত ২২ মার্চ থেকে। মন্দির কমিটির যুগ্ম সম্পাদক বিদ্যুৎবিকাশ ভদ্র জানান, ‘সরকারি ছাড়পত্র মেনে মন্দির খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুজোর ভোগ, ফুল,বেলপাতা সহ অন্যান্য উপকরণের লেনদেনের মাধ্যমে করোনা সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকছে। এই কারণে আপাতত মায়ের মন্দিরে পুজো দেওয়া বন্ধ রাখা হচ্ছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584