বিদ্যালয় ভিত্তিক কালিয়াগঞ্জ জোনালের ক্রীড়া প্রতিযোগিতা

0
100

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ফতেপুর উচ্চ বিদ্যালয় মাঠে গত তিন ধরে স্কুল ভিত্তিক শীতকালীন কালিয়াগঞ্জ জোনের ক্রীড়া প্রতিযোগিতায় কালিয়াগঞ্জ মনোমোহন উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা ৬৫ পয়েন্টস পেয়ে মোট ২৩ টি বিদ্যালয়ের ৩২২ জনের মধ্যে পদক তালিকায় শীর্ষ স্থানের যোগ্যতা অর্জন করলো।

kaliganj zonal sports competition in kaliganj school ground | newsfront.co
নিজস্ব চিত্র

তেমনি ৪৫ পয়েন্টস পেয়ে রাধিকাপুর উচ্চ বিদ্যালয় পদক তালিকায় দ্বিতীয় এবং ৪৩ পয়েন্টস পেয়ে বরুনা প্রাণ প্রিয় উচ্চ বিদ্যালয় পদক তালিকায় তৃতীয় স্থান দখল করেছে। শুধু তাই নয় মনমোহন উচ্চ বালিকা বিদ্যালয় মেয়েদের কাবাডি প্রতিযোগিতাতেও ৪৫ পয়েন্টস পেয়ে মিলনময়ী বালিকা বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে।

এই খুশির খবর প্রকাশ হতেই কালিয়াগঞ্জের মনমোহন উচ্চ বালিকা বিদ্যালয়ে ছাত্রী তথা শিক্ষিকাদের মধ্যে খুশির বন্যা বয়ে যায়। মনমোহন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা চক্রবর্তী বলেন শহরের মেয়েদের তুলনায় আমার বিদ্যালয়ের গ্রামের সোনার মেয়েরা কালিয়াগঞ্জ জোনের ক্রীড়া প্রতিযোগিতায় যে অভূতপূর্ব সাফল্য পেয়েছে তার জন্য আমি গর্বিত।

আরও পড়ুনঃ দুই দিনব্যাপী স্বাস্থ্যমেলা শুরু দিনহাটায়

অসাধারন ফলাফলের জন্য ছাত্রীদের প্রত্যেককে অভিনন্দন জানিয়য়েছি সামনের জন্য আরো তৈরী হবার জন্য।জানা যায় ক্রীড়া প্রতিযোগিতায় মনমোহন উচ্চ বিদ্যালয়ের যে সমস্ত মেয়েরা বিভিন্ন বিভাগে পদক দখল করেছে তারা হল রঞ্জনা পাল ৩০০ মিটার দৌড়ে প্রথম।পূজা বর্মন ৮০০,মিটার ও ৪০০মিটার দৌড়ে প্রথম।ছবিতা দেবশর্মা ১০০ মিটার দৌড় ও হাই হ্যাম্পে প্রথম।

খুশি দেবশর্মা হাই জ্যাম্প ও লংজ্যাম্পে প্রথম স্থান দখল করে।পপি দেবশর্মা ডিস্কাস থ্রুতে প্রথম।এবং পঞ্চমী দেবশর্মা ডিস্কাস থ্রুতে প্রথম। পঞ্চমী দেবশর্মা সটপুটে দ্বিতীয় স্থান,বুধু দেবশর্মা জ্যাভেলিং এবং সটপুটে দ্বিতীয়।

পপি দেবশর্মা জ্যাভেলিংথ্রুতে দ্বিতীয়,তাপসী দেবশর্মা লংজ্যাম্প তৃতীয়, প্রিয়াঙ্কা রায় হাই জ্যাম্পে তৃতীয় এবং ডলি সরকার হাই জ্যাম্পে তৃতীয় স্থান দখল করে।এ ছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী রুমকি দেবশর্মা ২০মিটার দৌড়ে প্রথম এবং থ্রোয়িং বলে দ্বিতীয় স্থান দখল করে।

আরও পড়ুনঃ রামনগরে ছাত্র যুব উৎসবের সূচনা

ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসূন দাস বলেন গত তিনদিন ধরে ২৩টি বিদ্যালয়ের ৩২২ জন ছেলে মেয়েদের নিয়ে একটা পরিবারের মত মনে করে যে ভাবে ভিবিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আমার বিদ্যালয়ে জোনাল খেলাকে সফল করেছে তার জন্য তার বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানান।

কালিয়াগঞ্জ জোনাল স্কুল গেমস এন্ড স্পোর্টসের সম্পাদক অমিয় কুমার সরকার বলেন গত ১৬ই জানুয়ারী থেকে ১৮ ই জানুয়ারী ফতেপুর সিডি উচ্চ বিদ্যালয়ে কালিয়াগঞ্জ জোনাল স্পোর্টস যে সুন্দর ভাবে আজ সফলতার সাথে সমাপ্ত হল তার জন্য সবাইকেই তিনি অভিনন্দন জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here