জুলাইয়ের শুরুতেই খুলছে কালীঘাট মন্দির

0
43

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

জুলাইয়ের শুরুতেই খুলে যাচ্ছে কালীঘাট মন্দিরের দরজা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ১ জুলাই খুলছে কালীঘাট মন্দির। শনিবার সন্ধ্যায় বৈঠক করে এই সিদ্ধান্ত নেয় মন্দির কমিটি। তবে বেশ কিছু নিয়ম মেনেই মন্দিরে প্রবেশের অনুমতি পাবেন দর্শনার্থীরা। করোনা সংক্রমণ রুখতে দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল রাজ্যের প্রায় সমস্ত ধর্মীয় স্থান।

Kalighat Temple | newsfront.co
সংবাদ চিত্র

তবে চলতি মাসের শুরুতে অর্থাৎ আনলক ওয়ানে ধর্মীয় স্থান খোলার ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছে রাজ্য। কিন্তু বেঁধে দেওয়া হয়েছে কিছু নিয়ম। যেমন, সামাজিক দূরত্ব পালন, মাস্ক-স্যানিটাইজার ব্যবহার। সেই নিয়ম বিধি মেনে একাধিক মন্দির খুলেও দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। কিন্তু কালীঘাট মন্দির খোলা নিয়ে সিদ্ধান্তে আসতে পারছিল না মন্দির কমিটি।

আরও পড়ুনঃ সূর্যগ্রহণের সময়ে করণীয় কর্তব্য

কারণ, দীর্ঘদিন পর মন্দির খোলায় দূরত্ব বিধি মানা কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছিল। দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের সমাগমে সংক্রমণ ছড়ানোর আশঙ্কাও ছিল। তবে অবশেষে ১ জুলাই থেকে মন্দির খোলার সিদ্ধান্ত নিল কমিটি। মন্দিরের তরফে জানানো হয়েছে, মন্দির খোলা থাকবে ভোর ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এবং বিকেল ৪ টে থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত। একসঙ্গে ১০ জনের বেশি দর্শনার্থী মন্দিরে প্রবেশ করতে পারবেন না। প্রত্যেককে ব্যবহার করতে হবে মাস্ক, স্যানিটাইজার।

আরও পড়ুনঃ বেসরকারি হাসপাতালের বিল নিয়ে কড়া অবস্থান, নজরদারিতে কো-অর্ডিনেটর নিয়োগ রাজ্যের

মন্দিরে প্রবেশের অনুমতি মিললেও আপাতত গর্ভগৃহে যেতে পারবেন না ভক্তরা। ফুল ও পুজোর সামগ্রী নিয়েও প্রবেশ করা যাবে না। শুধুমাত্র হবে কালী মায়ের দর্শন। ২ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে ভক্তদের। বেরোতে হবে ৪ নম্বর গেট দিয়ে। এতদিন পর কালীঘাট মন্দির খোলার এই সিদ্ধান্তে খুশি হয়েছেন ভক্তরাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here