নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
জমে উঠল অসম-বাংলা সীমান্তের কুমারগ্রাম ব্লকের বারবিশা বিবেকানন্দ ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ কালী পুজোর মেলা। উল্লেখ্য, গত ২৮ অক্টোবর এই মেলার উদ্বোধন করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। মেলায় কড়া পুলিশি নজরদারি ছাড়াও ৩০ টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি ব্যবস্থা করেছে পুলিশ ।

জানা গিয়েছে, ১৯৭০ সালে এই পুজো ও মেলার সূচনা হয়েছিল। আলিপুরদুয়ার জেলার অসম-বাংলা সীমান্ত ও ভুটান সীমান্তের এই মেলাকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে পুলিশ। মেলায় সাদা পোশাকের পুলিশও নামানো হয়েছে । বারবিশা হাই স্কুল মাঠে ও বিবেকানন্দ ক্লাব ময়দানে অনুষ্ঠিত হচ্ছে কালিপুজোর মেলা।
বিবেকানন্দ ক্লাবের সাধারণ সম্পাদক শংকরকুমার ঘোষ বলেন, সর্বস্তরের সাধারণ মানুষের সহযোগিতায় আমরা এই পুজো ও মেলার আয়োজন করে থাকি। হারিয়ে যাওয়া লোকসংস্কৃতিকে তুলে ধরতে মেলার মুক্ত মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। মুক্ত মঞ্চের বিভিন্ন লোকসাংস্কৃতিক অনুষ্ঠান, কলকাতার বিশেষ যাত্রাপালা, বাংলাদেশের বাউল, পুরুলিয়ার ছৌ নৃত্য, অসমের বিহু নৃত্য সার্কাস, চন্দননগরের আলোকসজ্জা-সহ আরও বিশেষ প্রদর্শনী এবারের পুজোর মূল আকর্ষণে রয়েছে। মেলা ১৩ দিন ধরে অনুষ্ঠিত হবে। প্রতিদিন পার্শ্ববর্তী রাজ্য অসম, ভুটান-সহ আলিপুরদুয়ার, কোচবিহারের লক্ষ লক্ষ মানুষ ভিড় জমিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584