সুরহৃদ সঙ্ঘের কালীপুজোর প্যান্ডেল নির্মাণের সূচনা

0
203

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

সম্ভবত উত্তরবঙ্গে এই প্রথম উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিগ বাজেটের অন্যতম সুরহৃদ সঙ্ঘের কালীপূজার প্যান্ডেল নির্মাণের কাজ কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ নাট মন্দির চত্বরে বিশ্বকর্মা ও দুর্গাপূজার আগেই শুরু করে দেওয়া হল।কারন হিসাবে জানা যায় এবারের তাদের কালি পুজা সম্ভবত উত্তর দিনাজপুর জেলার মধ্যে নজরকাড়া পূজা হতে চলেছে।সেই কারণেই বৃহৎআকারের এই প্যান্ডেল নির্মাণে প্রচুর সময়ের প্রয়োজন হয়ে থাকে।সুরহৃদ সংঘের ক্লাব সম্পাদক দেবাশিস কুন্ডু বলেন তাদের এবারের কালীপূজার থিম গুজরাটের সোমনাথ মন্দির।

প্যান্ডেল নির্মানের সূচনা।নিজস্ব চিত্র

সামান্য পাট কাঠি দিয়ে পুরো প্যান্ডেল তৈরী করা হবে।বর্ধমান থেকে ইতিমধ্যেই প্যান্ডেলের কারিগরেরা চলে এসেছে।প্যান্ডেল নির্মাণের কাজও যথারীতি শুরু করে দেওয়া হয়েছে।দুর্গাপূজার প্যান্ডেলের উচ্চতা হবে ৮০ ফুট,এবং চওড়ায় হবে ১২০ফুট।বিশ্বকর্মা ও দুর্গাপূজার আগে এই ধরনের প্যান্ডেল কোন দিন না হওয়ায় স্বাভাবিক ভাবেই কালিয়াগঞ্জের এখন একমাত্র আলোচনার বিষয়বস্তু সুরহৃদ সংঘের কালীপূজার প্যান্ডেল।

আরও পড়ুনঃ ঝাড়খন্ড থেকে কাজ করতে এসে দুর্ঘটনাগ্রস্থ,মৃত এক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here