কালিয়াগঞ্জের পরিবর্তে কেওতানের উপর দিয়ে প্রস্তাবিত ফোর লেন নির্মান

0
129

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

অবশেষে কালিয়াগঞ্জ শহরের উপর দিয়ে নয় শহরকে অক্ষত রেখেই বিতর্কিত বাইপাস রোডের কাজ শুরু হতে যাচ্ছে বলে বিশ্বস্ত সূত্রের পাওয়া খবরে জানা যায়।বিশ্বস্ত সূত্রের খবরে জানা যায় কেন্দ্রীয় সরকারের ভারত মালা প্রকল্পের ফোর লেন নির্মাণের কাজ কালিয়াগঞ্জ শহরের পশ্চিমে রাজ্য সড়কের পাশে অবস্থিত কেওতান গ্রাম থেকে শুরু হয়ে তা কালিয়াগঞ্জ ব্লকের ফতেপুরের আগে হলদিবাড়িতে গিয়ে রাজ্য সড়কে মিশে যাবে।ফলে কালিয়াগঞ্জ শহরের ব্যবসায়ীদের মধ্যে যে আতঙ্ক কয়েকমাস ধরে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল তার অবসান আপাতত ঘটলো বলেই মনে হচ্ছে।এ ব্যাপারে কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান কার্তিক পাল মঙ্গলবার এক সাক্ষাৎকারে জানান এই প্রপোজাল কার্যকরী হবার পূর্বে ভারত মালা প্রকল্পের মালদাস্থিত কর্মকর্তারা কালিয়াগঞ্জ পৌর সভার সাথে এ ব্যাপারে বিস্তারিত আলোচনার পর এ ব্যাপারে চূড়ান্ত রূপ পাবে বলে চেয়ারম্যান কার্তিক পাল জানান।তবে কালিয়াগঞ্জ শহরের ব্যবসায়ীদের সুবিধার্থে কালিয়াগঞ্জ শহরের উপর দিয়ে ফোর লেন যে হচ্ছেনা তা নিশ্চিত করেই বলা যায়।

প্রস্তাবিত রুট।নিজস্ব চিত্র

জানা যায় এই ফোর লেনের জন্য মোট ৭,১৫৩ কিমি জমির প্রয়োজন হবে।যার মধ্যে ২৮টি বাড়ি আছে।সেগুলিকে উঠিয়ে দেবার জন্য সরকারি নিয়ম অনুসারে সেইসব বাড়ির মালিকদের ক্ষতিপূরণের অর্থ দেওয়া হবে।ফোর লেনের কাজ শুরু হবে ২০১৯ সালের মাঝামাঝি থেকে।প্রকাশ,কালিয়াগঞ্জের ব্যবসায়ীদের নিয়ে কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান একটি বৈঠক করেন কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সাহা,সভাপতি রবীন্দ্র নাথ কুন্ডু সহ কালিয়াগঞ্জের ব্যবসায়ী মহলদের নিয়ে।তাতে সিদ্ধান্ত হয়েছিল কোন অবস্থাতেই কালিয়াগঞ্জ শহরের উপর দিয়ে বাইপাস নির্মাণ করা চলবে না ব্যবসায়ীদের জীবন জীবিকার স্বার্থে।সেই সিদ্ধান্তের কথা পৌরসভার পক্ষ থেকে কালিয়াগঞ্জ শহর বাসীদের জানিয়ে দেওয়াও হয়েছিল।

আরও পড়ুনঃ সুরহৃদ সঙ্ঘের কালীপুজোর প্যান্ডেল নির্মাণের সূচনা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here