পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
ছাত্র ছাত্রীদের যদি শিক্ষার আলোয় আকর্ষণ করতে না পারা যায় তাহলে শিক্ষা বেশিদূর এগোতে পারে না বলে আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানী তিনি বলেন প্রত্যেক ছাত্র ছাত্রীদের উচিত ভালো শিক্ষা নেওয়া কলেজ থেকে এর মধ্যে যেমন কলেজের অধ্যাপকদের আন্তরিকতা থাকবে তেমনি আন্তরিকতা থাকবে ছাত্রছাত্রীদের মধ্যে তিনি বলেন আগামী দিনে যাতে কালিয়াগঞ্জ কলেজকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কলেজের মধ্যে অন্তর্ভুক্ত করা যায় সে ব্যাপারে তিনি যথাযথ চেষ্টা করবেন পাশাপাশি এদিন গোলাম রব্বানি আরও বলেন রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থার প্রসারে খুবই আন্তরিক তাই এই শিক্ষাঙ্গনের আগামী দিনে যাতে আরো বেশি বেশি করে উন্নয়ন করা যায় সেদিকে তিনি যথাযথ চেষ্টা চালিয়ে যাবেন বলে এদিন জানান। এরই মধ্যে বক্তব্য রাখেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের ভাইস চেয়ারম্যান বিপ্লব মিত্র। বলেন বর্তমান যুগ দ্রুতগতির ইন্টারনেট নির্ভর আগের সাথে এখনকার ছেলেমেয়েদের শিক্ষা ব্যবস্থায় অনেক পরিবর্তন হয়েছে তাই আধুনিক মানের যাতে শিক্ষা ব্যবস্থা গড়ে আগামী দিনে যাতে ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে সে ব্যাপারে ছাত্র ছাত্রীদের এগিয়ে আসার আহ্বান পাশাপাশি তিনি বলেন কালিয়াগঞ্জ কলেজ একটা ঐতিহ্যবাহী কলেজ উত্তরবঙ্গের মধ্যে এই কলেজ থেকে বহু ছাত্রছাত্রীরা আজ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত তাই কলেজে যাতে ঠিকঠাক পঠন পাঠন হয় তার জন্য তিনি আহ্বান জানান।
আরও পড়ুন: অগ্নিকান্ডে ভস্মীভূত পাঁচটি দোকান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584