শ্যামল রায়, কালনাঃ
মঙ্গলবার কালনা কলেজ তৃণমূল ছাত্র পরিষদের তরফে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনার প্রতিবাদে নির্বাক অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হল কলেজ প্রাঙ্গণে। এ দিন কালনা কলেজের ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধভাবে মুখে কালো কাপড় বেঁধে এই নির্বাক অবস্থান বিক্ষোভে সামিল হয়।
তৃণমূল ছাত্র পরিষদের নেতা সৌরভ হালদার জানিয়েছেন যে পরিকল্পিত ও সংঘবদ্ধভাবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনা ঘটানো হয়েছে, যা বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি রক্ষার প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুনঃ কোচবিহারে তৃণমূলের সিএএ-এনআরসি-এনপিআর বিরোধী মিছিল
নেতা আরও জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ে যে ধরণের দুষ্কৃতী হামলা হয়েছে তাতে দেশের ভাবমূর্তি অনেকটাই নষ্ট হয়েছে এবং দেশ ক্রমশ নাৎসি শাসনের দিকে যাচ্ছে বলে আমাদের মনে হয়।
আগাগোড়াই দেশের অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে ঠেলে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় সরকার। জিনিসপত্রের দাম ক্রমশ বাড়ছে। দেশের খারাপ দিকগুলোকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের চক্রান্ত বলে মনে করছে তারা।
আরও পড়ুনঃ ৮ জানুয়ারির বনধকে সফল করতে বাম-কংগ্রেসের মিছিল দিনহাটায়
তৃণমূল ছাত্র পরিষদের নেতারা আরও জানিয়েছেন যে পুলিশ যেভাবে ছাত্রদের উপর হামলা সংঘটিত করেছে এটা নিন্দনীয়। আমরা শাস্তির দাবি করছি, এই কাজে যুক্ত সকলকে। এ দিন কলেজে নির্বাক অবস্থান-বিক্ষোভ ঘিরে নিরাপত্তা যথেষ্ট ভাল ছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584