কালনায় রক্তদান শিবির উদ্যোক্তা মহকুমাশাসক

0
50

শ্যামল রায়,বর্ধমানঃ

মঙ্গলবার কালনা মহকুমাশাসকের উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হলো ট্রেজারি বিল্ডিং হলঘরে। মহকুমাশাসক নীতিন সিংহানিয়া নিজে রক্তদান করে শিবিরের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন কালনা মহকুমা হাসপাতালে সুপার কৃষ্ণচন্দ্র বাড়ৈ।
জানা গিয়েছে যে কালনা মহকুমা হাসপাতালে তীব্র গরমে চরম রক্ত সংকট চলছে। হাসপাতালে সুপারের আবেদনের ভিত্তিতে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয় মহকুমাশাসকের উদ্যোগে। মহকুমাশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন যে মোট ৩৬ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। এর মধ্যে কয়েকজন মহিলা ও রয়েছেন।
জানা গিয়েছে যে কালনা মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে ২৫ থেকে ৩০ ইউনিট রক্তের প্রয়োজন হয়। বর্তমানে রক্ত সংকট চলছে। রক্ত ও সংকট মেটানোর জন্য মহকুমাশাসক নিজেই রক্তদান করে যে শিবিরের আয়োজন করেছিলেন ভূয়শী প্রশংসা করেছেন হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বাড়ৈ।
মহাকুমা শাসক ঘোষণা করেন যে কালনা সংশোধনাগারের আবাসিক বন্দিরাও রক্তদান করতে ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অনুমোদন নিয়ে সংশোধনাগারে রক্তদান শিবিরের আয়োজন করবেন বলে জানিয়েছেন।

ফিচার ছবি সংগৃহীত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here