পেশাগত দাবিতে এবিটিএ-র আইন অমান্য ডেপুটেশন বহরমপুরে

0
42

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

civil disobedience| newsfront.co
নিজস্ব চিত্র

সারা রাজ্যের পাশাপাশি আজ মুর্শিদাবাদ জেলাতে শিক্ষক সংগঠন এবিটিএ’র পক্ষ থেকে বহরমপুরে পেশাগত দাবিতে আইন অমান্য কর্মসূচি পালন করেন।

civil disobedience| newsfront.co
আইন অমান্য।নিজস্ব চিত্র

সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় যে,রাজ্য সরকার ডিসেম্বর মাসের মধ্যে পে-কমিশন দেওয়ার কথা বলেছেন সেটা অবিলম্বে এক মাসের মধ্যে সমস্ত পে কমিশন চালু করতে হবে পাশাপাশি যে ৪১ শতাংশ ডিএ বকেয়া রয়েছে তা দিতে হবে।

civil disobedience 2| newsfront.co
আন্দোলন ঘিরে পুলিশি নিরাপত্তা প্রশাসনিক ভবনে।নিজস্ব চিত্র

আইনঅমান্য কর্মসূচির পাশাপাশি এদিন উপরিউক্ত দাবিতে জেলাশাসককে ডেপুটেশন দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।

goutam Banerjee | newsfront.co
গৌতম ব্যানার্জি,জেলা সহসভাপতি এবিটিএ।নিজস্ব চিত্র

এবিটিএ-র জেলা সহ-সভাপতি গৌতম ব্যানার্জির নেতৃত্বে এদিন ডেপুটেশন দেওয়া হয়।ডেপুটেশন দিয়ে গৌতম বাবু জানান,কর্তৃপক্ষ জানিয়েছেন তাদের দাবি দাওয়া নির্দিষ্ট স্থানে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুনঃ কাকদ্বীপ আদালতে ফের কর্মবিরতি আইনজীবীদের

তিনি আরও জানান,এই একই দাবির ভিত্তিতে আগামী ২৪ জুলাই বিকাশ ভবন ঘেরাও করবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here