পিয়ালী দাস, বীরভূম
গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বীরভূমের জেলা বিজেপি সংগঠন । সাংবাদিক বৈঠক করে বহিষ্কার করা হল বীরভূম জেলা বিজেপির সাধারণ সম্পাদক কালোসোনা মন্ডলকে। আজ বীরভূম জেলা বিজেপির সভাপতি শ্যামাপদ মন্ডল জানান একাধিক দল বিরোধী কার্যকলাপের জন্য কালোসোনা মন্ডল এবং পলাশ মিত্র দুজনকেই ৩ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হল।
যদিও জেলা সভাপতি পরিষ্কার করে বলেননি ঠিক কি কি দল বিরোধী কার্যকলাপে জড়িত ছিল ওই দুই বিজেপি নেতা ৷ বহিষ্কৃত হওয়ার খবর পেয়ে কড়া প্রতিক্রিয়া দেন কালোসোনা মন্ডল ৷ তিনি বলেন “বর্তমান বীরভূমের জেলা সভাপতি শ্যামাপদ মন্ডলের অবনতি হয়েছে ৷ কারণ তিনি আগের বেশ কয়েকটি জেলার প্রচারক ছিলেন, সেখান থেকে তাকে বীরভূমের সভাপতি করা হয়েছে ৷
আরও পড়ুনঃ মুজনাই -এর দাপটে নদী গর্ভে কৃষিজমি
সভাপতি হিসেবে তার নাম ঘোষণার পরই বুঝে গিয়েছিলাম বীরভূমে বিজেপির অবস্থা দিনকে দিন খারাপ হবে ৷ এদিকে একাধিক দুর্নীতির সাথে ও জড়িয়ে পড়েছেন শ্যামাপদ বাবু, ফলে দলের সংগঠন ভেঙ্গে চুরমার হয়ে গেছে৷ কার্যত গোপনে শাসক দলের সাথে হাত মিলিয়ে দলের কর্মীদের মনোবল ভেঙে দিয়েছেন তিনি ৷
লোকসভা নির্বাচনের পর এমন পরিস্থিতি ছিল বীরভূমে ,যে আমরা ১১ টি বিধানসভা আসনের মধ্যে ৭ fটি আসন জিততে পারতাম কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তাতে বীরভূমে বিজেপি ১ টি ও বিধানসভা আসন জিততে পারবেনা৷ এই জন্যই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল বলছেন বীরভূমে ১১টি বিধানসভা আসনেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে।”যদিও বিজেপির দলীয় কোন্দল নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584