সুন্দরবনে শিশু কিশোরদের নিয়ে কল্পতরু উৎসবের আয়োজন

0
98

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

kalpataru festival
নিজস্ব চিত্র

সুন্দরবনে লোকশিক্ষার উপর জোর দিয়ে সামাজিক গঠনের হাত ধরে ক্ষুদেদের নিয়ে সমাবেশের আয়োজন করা হয়।রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ নরেন্দ্রপুরের তত্ত্বাবধানে সুন্দরবন সেবাঙ্গন গুচ্ছ সমিতি পরিচালনায় মহকুমা শিশু ও কিশোর সমাবেশ আয়োজন করা হয়।ঋষি বঙ্কিম চন্দ্র গ্রাম পঞ্চায়েতের গোবিন্দরামপুর নতুন বাজারের মাঠে অনুষ্ঠিত হয় কচিকাঁচাদের নিয়ে কল্পতরু উৎসব।

kalpataru festival 2
নিজস্ব চিত্র

সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী মন্টুরাম পাখিরা বলেন সাগরমঙ্গল,দ্বীপাঙ্গন ও সুন্দরবন সেবাঙ্গনের তিনটি ভাগে ২২ টি স্বেচ্ছাসেবী সংগঠন সঙ্গে ২২ স্কুল অংশগ্রহন করেন এই সমাবেশে।প্রায় ৮৬২ জন শিশু ও কিশোর অংশ নেন এই সমাবেশে। ৮টি ট্যাবলোর মধ্যো দিয়ে শিশু ও কিশোর সমাবেশে প্রদর্শনী করা হয়।প্রদীপ প্রজ্বলনের মধ্যো দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সুন্দরবন উন্নয়ন বিষয়ক দফতরের মন্ত্রী মন্টুরাম পাখিরা।

kalpataru festival 4
মন্টুরাম পাখিরা,সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী। নিজস্ব চিত্র

কচিকাচারা রাজা রানি সেজে পালকি নিয়ে আমন্ত্রিত ব্যাক্তিদের অভ্যর্থনা করেন।কখনো আবার পৌরানিক দিনের কাহিনী প্রদর্শনী। কখনো বা রামকৃষ্ণ,ভুতচতুর্দশি,দূর্গা ঠাকুর নিয়ে প্রদর্শনী করেন।

kalpataru festival 5
কচিকাঁচাদের নৃত্য প্রদর্শন। নিজস্ব চিত্র

শিশু ও কিশোরদের আধ্যাত্মিক ,বৌদ্ধিক শক্তি,বিকাশ ঘটানোর জন্য এই কর্মসূচি।লোক শিক্ষা প্রকাশের বহিঃপ্রকাশ ঘটান এর অন্যতম উদ্দেশ্য। ঋষি বঙ্কিম গ্রাম পঞ্চায়েতের সভাপতি সুপ্রকাশ বেড়া বলেন ভারতীয় কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে অনুষ্ঠানের মধ্যো দিয়ে।একটা সময় সুন্দরবনে শিক্ষা নিয়ে নানা সমস্যা তৈরী হয়েছিল । ছোট থেকে ভীত গড়ে সমাজকে শিক্ষার আঙিনায় পৌছানর পাশাপাশি সামাজিক দিকে সুন্দর পরিবেশ গড়তে সুন্দরবনে প্রতিটি ব্লকে ব্লকে পালন করা হয় শিশু কিশোরদের নিয়ে সমাবেশের কর্মযোগ্য।নানান সাংস্কৃতিক অনুষ্ঠান উঠে আসে সমাবেশে।

kalpataru festival 3
অঞ্জন কুমার দাস,চৌরঙ্গীপল্লী উন্নয়ন তরুন সংঙ্ঘের সম্পাদক। নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী শিবভাবানন্দজী মহারাজ,মন্ত্রী সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তর মন্টুরাম পাখিরা,ঋষি বঙ্কিম চন্দ্র গ্রাম পঞ্চায়েতের সভাপতি সুপ্রকাশ বেড়া ।ছিলেন শিক্ষক শিক্ষিকা সহ অবিভাবকেরা।

আরও পড়ুনঃ বক্সার আকর্ষণ বাড়াতে আলিপুরদুয়ারে তৃতীয় বার্ড ফেস্টিভ‍্যালের আয়োজন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here