নাম বিতর্কে শুরু কল্পতরু মেলা

0
62

সুদীপ পাল, বর্ধমানঃ

বছরের প্রথম দিনে দুর্গাপুরের গ্যামন ব্রিজ লাগোয়া মাঠে প্রতি বছরের মতো এবারেও শুরু হল কল্পতরু মেলা। ডিপিএল-এর পক্ষ থেকে মেলার আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে দুর্গাপুরের মেয়র দিলীপ আগস্তিকে। কিন্তু মেলা শুরু সময় থেকেই একই সাথে বিতর্কও শুরু হয়ে গেল।

kalpataru festival | newsfront.co
মেলা শুরু। নিজস্ব চিত্র

কল্পতরু মেলা যে মাঠে হয় সেই মাঠের নাম কল্পতরু ময়দান রাখা হবে বলে ঘোষণা করেন মেয়র দিলীপ আগস্তি। পুরসভার বোর্ডসভায় মাঠের নামবদলের প্রস্তাব পাস করানো হবে বলে জানান তিনি। প্রস্তাব পাস হয়ে গেলে কল্পতরু ময়দান হিসেবেই পরিচিত হবে তখন। মেয়রের এই বক্তব্যে বিতর্ক শুরু হয়েছে।

আরও পড়ুনঃ অভিনেতা যখন নেতা, পাথরপ্রতিমার বিধায়কের সফরনামা

সিপিএমের বক্তব্য, লেনিন ময়দান হিসেবে পরিচিত এই মাঠ। তাই মাঠের নাম বদল করা যাবে না। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, এই ময়দানের নামবদল সাধারণ মানুষ মেনে নেবেন না, বরং নতুন কোনও ময়দানের নাম কল্পতরু ময়দান রাখা হলে তাতে আপত্তি নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here