কবির হোসেন, মুর্শিদাবাদঃ
চারদিন ব্যাপী কল্পতরু উৎসবের আজ দ্বিতীয় দিন। নারায়ণ সেবার মাধ্যমে আজকের এই দিনটি সম্পূর্ণ হলো। রবিবার মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত শিমুলিয়া আশ্রমে আয়োজন করা হয়েছে কল্পতরু উৎসবের। গত শুক্রবার এই অনুষ্ঠানের সূচনা হয়, চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। আশ্রমের সন্ন্যাসী ও সেবক শ্রী বৈদ্যনাথ ব্রাম্ভচারী দীর্ঘদিন ধরে এই কল্পতরু অনুষ্ঠান করে আসছেন। রবিবার ছিল কল্পতরু অনুষ্ঠানের দ্বিতীয় দিন, ছিল মহাপ্রসাদ বা নর নারায়ণ সেবা।এই দিনের অনুষ্ঠানে কয়েক হাজার লোক যোগদান করেন।সাধু সন্ন্যাসী ছাড়াও ভক্তরা এদিনের অনুষ্ঠানে যোগদান করেন।

গত শুক্রবার গীতা পাঠের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হয়। পয়লা জানুয়ারি দিনভর পালিত হয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব ও সারদা মাতার পূজা অনুষ্ঠান।আগামী সোমবার কবিগান এবং মঙ্গলবার ধুলোট অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

গত কয়েক বছর ধরে এই শিমুলিয়া আশ্রমে কল্পতরু অনুষ্ঠান আয়োজিত হয়ে আসছে। গতবার করোনা বিধি মেনে অতি সাধারণভাবে পালিত হয় কল্পতরু উৎসব। তবে এ বছরও ভক্ত সমাগম ছিল নিয়ন্ত্রিত।
আরও পড়ুনঃ আই লাভ বহরমপুর ও একটি সেলফি জোন উদ্বোধন বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584