ভিড়েপূর্ণ রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে চোখের জলে অধীরের কাল্টু স্মরণ

0
557

মীর রাকেশ রৌশান, বহরমপুরঃমঙ্গলবার সদ্য প্রয়াত টাউন কংগ্রেসের সভাপতি অতীশ সিনহা ওরফে কাল্টুর স্মরণ সভা অনুষ্ঠিত হয় বহরমপুর রবীন্দ্র সদনে।বহরমপুর  টাউন কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভা।অতীতে মাত্র দু-বার কংগ্রেস এই রকম জাকজমকপূর্ণ স্মরণ সভা করেছে।কারন ব্যক্তিটির নাম অতীশ সিনহা, কিন্তু গোটা জেলা তাকে কাল্টু বলেই চিনতো।তিনি সব দিকেই অলরাউন্ডার। তার নিজের সময়ের জেলার অন্যতম  সেরা ক্রিকেটার, আবার ফুটবলার।পরবর্তী কালে একটি প্রাইমারী স্কুলের শিক্ষক আর তারপর তিনি ছিলেন বহরমপুর টাউন কংগ্রেসের সুদীর্ঘ দিনের সভাপতি। অতীতেও একটানা ১২ বছর কেউ টাউন কংগ্রেসের সভাপতি ছিলেন না।
তাই তাঁর স্মরণ সভায় রবীন্দ্রসদন কানায় কানায় ভর্তি ছিল,বসার জায়গা পেলনা অনেকেই।
উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও ক্রীড়াব্যক্তিত্ব। ছিলেন সমস্ত রাজনৈতিক দলের লোক।স্মৃতি চারণ করলেন বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী থেকে নওদার বিধায়ক আবু তাহের পর্যন্ত।সব শেষে বক্তব্য রাখলেন সাংসদ অধীর চৌধুরী।

নিজস্ব চিত্র

তাঁর মতে- “আমি প্রতিটি কাজে কাল্টু নির্ভর হয়ে পড়েছিলাম, আমার প্রতিটি কাজেই শুধু কাল্টু।কাল্টু চলে যাওয়াতে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে।এখনো বিশ্বাস হচ্ছে না কাল্টু আর নেই।কাল্টু শুধুই টাউন কংগ্রেসের সভাপতি ছিলনা, ও একটা প্রতিষ্ঠানের মত ছিল।শেষে তিনি কেঁদেও ফেললেন।”

পিতৃহারা কন্যাকে সহমর্মিতা
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here