‘কতোটা মায়ের দুধ খেয়েছো’, দিলীপকে প্রশ্ন কল্যাণের

0
64

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

kalyan banerjee| newsfront.co
কল্যাণ ব্যানার্জী। নিজস্ব চিত্র

‘কতোটা মায়ের দুধ খেয়েছো দিলীপ ঘোষ? যে পশ্চিমবঙ্গের মানুষের উপর বুলেট চালাবে!’ মঙ্গলবার বাঁকুড়ার খাতড়া শহরে দলের তরফে এনআরসি, সিএএ বিরোধী মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী ঠিক এই ভাষাতেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে হুমকি দিলেন। তিনি দিলীপ ঘোষকে কটাক্ষ করে আরো  বলেন, খড়্গপুর থেকে রাঁচি মাত্র চার-পাঁচ ঘন্টার পথ। ওখানে বিখ্যাত এক হাসপাতাল আছে বিশেষ লোকেদের জন্য। আর ঐ বিখ্যাত হাসপাতালটি দিলীপ ঘোষের জন্য ‘আদর্শ জায়গা’ বলেও এদিন তিনি দাবি করেন।

meeting stage| newsfront.co
সভামঞ্চ। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃস্থলপথে আটকে প্রকান্ড বিমান, উৎসাহীদের ভিড় এলাকায়

এদিন খাতড়া শহরে ‘নো এনআরসি, নো সিএএ’ দাবি তুলে তৃণমূলের মিছিলে কল্যাণ ব্যানার্জী ছাড়াও উপস্থিত ছিলেন দলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি শুভাশীষ বটব্যাল, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল সাঁতরা, বিধায়ক জ্যোৎস্না মাণ্ডি, দলের নেতা জয়ন্ত মিত্র, দিলীপ আগরওয়াল প্রমুখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here