নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
‘কতোটা মায়ের দুধ খেয়েছো দিলীপ ঘোষ? যে পশ্চিমবঙ্গের মানুষের উপর বুলেট চালাবে!’ মঙ্গলবার বাঁকুড়ার খাতড়া শহরে দলের তরফে এনআরসি, সিএএ বিরোধী মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী ঠিক এই ভাষাতেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে হুমকি দিলেন। তিনি দিলীপ ঘোষকে কটাক্ষ করে আরো বলেন, খড়্গপুর থেকে রাঁচি মাত্র চার-পাঁচ ঘন্টার পথ। ওখানে বিখ্যাত এক হাসপাতাল আছে বিশেষ লোকেদের জন্য। আর ঐ বিখ্যাত হাসপাতালটি দিলীপ ঘোষের জন্য ‘আদর্শ জায়গা’ বলেও এদিন তিনি দাবি করেন।
আরও পড়ুনঃস্থলপথে আটকে প্রকান্ড বিমান, উৎসাহীদের ভিড় এলাকায়
এদিন খাতড়া শহরে ‘নো এনআরসি, নো সিএএ’ দাবি তুলে তৃণমূলের মিছিলে কল্যাণ ব্যানার্জী ছাড়াও উপস্থিত ছিলেন দলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি শুভাশীষ বটব্যাল, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল সাঁতরা, বিধায়ক জ্যোৎস্না মাণ্ডি, দলের নেতা জয়ন্ত মিত্র, দিলীপ আগরওয়াল প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584