মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কন্নড় অভিনেতা পুনিথ রাজকুমার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। শুক্রবার বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পুনিথ রাজকুমার। এই খবর নিশ্চিত করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই।
জানা গিয়েছে, এদিন ভোরেই হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা। এরপর সকাল ১১ টা ৩০ মিনিটের দিকে তাঁকে বেঙ্গালুরুর একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হল না। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চিরনিদ্রায় আচ্ছন্ন হলেন পুনিথ রাজকুমার।
পুনিথের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবেরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন হাসপাতালে। শ্রদ্ধা জানানোর জন্য অভিনেতার মৃতদেহ কান্তিরাভা স্টেডিয়ামে রাখা হবে। কর্ণাটকের কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও এইচডি কুমারস্বামী, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া, কেপিসিসি সভাপতি ডি কে শিবকুমার এবং ভারতীয় চলচ্চিত্র শিল্পের তারকারা পুনীথ রাজকুমারের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
This hurts so much! Rest in peace superstar! May the family, friends and the millions of fans have the strength to tide through this sorrow! #PuneethRajkumar 🙏 pic.twitter.com/45EltouKWw
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) October 29, 2021
কন্নড় চলচ্চিত্র তারকা এবং পুনীথের বড় ভাই শিবরাজকুমার আগের দিন হাসপাতালে পৌঁছেছিলেন। যশ, দর্শন, রবিচন্দ্রনও হাসপাতালে ছুটে যান। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে হাসপাতাল এবং অভিনেতার সদাশিবনগরের বাড়ি। এদিন মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাইও হাসপাতালে যান। এছাড়াও পুনিথকে শ্রদ্ধা জানিয়েছেন চিরঞ্জীবী, আর মাধবন, সোনু সুদ, মনোজ মাঞ্চু, লক্ষ্মী মাঞ্চু, প্রকাশ রাজ, ড্যানিশ সাইত এবং আরও অনেকে।
Heartbroken 💔
Will always miss you my brother. #PuneethRajkumar— sonu sood (@SonuSood) October 29, 2021
পুনীথ রাজকুমার ছিলেন প্রবীণ অভিনেতা রাজকুমার এবং পার্বথম্মার পুত্র। চলচ্চিত্র জগতে আপ্পু নামে পরিচিত ছিলেন তিনি। যুবরথনা, রাজাকুমার, রানা বিক্রমের মতো ছবিতে অভিনয় করেছেন কন্নড় অভিনেতা পুনিথ রাজকুমার। আজ শুক্রবার তাঁর প্রয়াণে শোকাহত গোটা চলচ্চিত্র জগৎ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584