তালিবান শাসন এড়াতে ভারতে আশ্রয় নিয়েছেন কান্দাহারের পুলিশ প্রধানও

0
106

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

প্রায় বিনাযুদ্ধেই কান্দাহার দখল করে নিয়েছিল তালিবানরা, আফগান ন্যাশনাল আর্মি তেমন কোন উল্লেখযোগ্য প্রতিরোধ গড়ে তুলতে পারেনি তালিবানদের সামনে। এরপরেই বেশ কিছু আফগান সরকারি আধিকারিক দ্রুত দেশ ছেড়ে আশ্রয় নেন দিল্লিতে। এমনকি কান্দাহারের পুলিশ প্রধান ৩৭ বছর বয়সি জেনারেল আশকজাই। তবে তালিবান বিরোধী এই দাপুটে পুলিশ প্রধানের বর্তমান ঠিকানা প্রকাশ্যে আনতে নারাজ নয়াদিল্লি।

Tadeen Khan
জেনারেল তাদীন খান আশকজাই। ছবি: সংগৃহীত

আশরাফ গনি সরকারের এই পুলিশ আধিকারিক মানতে পারছেন না নিজের দেশের এই পরিস্থিতি। মানসিক ভাবে বিধ্বস্ত তিনি, এমনটাই জানিয়েছেন তাঁর সঙ্গে আসা আরেক পুলিশ আধিকারিক। আশকজাই পরিবারের অনেক সদস্যকে হত্যা করেছে তালিবানরা। ইতিমধ্যে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে ওঠায় পরিবারের বাকিদের সঙ্গে আনতে পারেননি। বিপদ এড়াতে এখন আলাদা আলাদা করে তাঁদের আনার ব্যবস্থা হচ্ছে।

আরও পড়ুনঃ বিমানের চাকায় দেহাংশ, তালিবানদের হাত থেকে ‘বাঁচতে’ গিয়ে এই পরিণতি ‘জীবনের’!

উল্লেখ্য, জেনারেল তাদিন খান আশাকজাই হলেন প্রয়াত আফগান জেনারেল আবদুল রাজিকের ভাই। যিনি কান্দাহারে তালিবানের সঙ্গে সরকার পক্ষের হয়ে যুদ্ধ করেছেন। ২০১৮ সালে মৃত্যুর আগে পর্যন্ত কান্দাহার শাসন করেছেন তিনি। নব্বইয়ের দশকে কান্দাহার ছিল তালিবানের সদর কার্যালয়। পরবর্তী কালে আফগানিস্তানে আমেরিকান সেনাদের প্রধান ঘাঁটি হয় সেখানে। কিন্তু বর্তমানে ওই শহর ফের দখল করেছে তালিবানরা।

আরও পড়ুনঃ আফগানিস্তানে কোনো বাঙালি আটক রয়েছেন কিনা খোঁজের নির্দেশ নবান্নের

তালিবানরা আফগানিস্তান দখল করায় ইতিমধ্যে আফগান মন্ত্রীসভারও বেশ কিছু সদস্য আশ্রয় নিয়েছেন ভারতে। সূত্রের খবর, আফগান সরকারের বেশ কয়েকজন শীর্ষ আমলা নয়াদিল্লিতে পৌঁছেছেন। এছাড়াও যেসব ভারতীয় আফগানিস্তানে আটকে রয়েছেন বিশেষ বিমানে তাঁদের কাবুল থেকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here