রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদঃ
কান্দি থানার অন্তর্গত জীবন্তি বাজারের ব্যাবসায়ীদের সুরক্ষা এবং বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে মহলন্দী ২ অঞ্চলের কমিউনিটি হলে প্রশাসনিক স্তরীয় বৈঠক হল বৃহস্পতিবার বিকেলে। উপস্থিত ছিলেন কান্দি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রার্থ প্রতীম সরকার, গোকর্ণ বিট হাউসের ইনচার্জ অরিজিৎ ঘোষ, এছাড়াও পঞ্চায়েতের মেম্বার সহ জীবন্তির ব্যবসায়ীরা ।
এই আলোচনায় একাধিক সমস্যার কথা উঠে আসে, যেমন জীবন্তি বাজারে প্রায় জ্যামের ফলে যানজট, রাত্রি কালীন সুরক্ষা নিয়ে বিশেষ আর্জি কমিটি, পানীয় জল ,পরিচ্ছন্নতা ইত্যাদি। এ বিষয়ে কান্দি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি প্রার্থ প্রতীম সরকার বলেন ” স্বচ্ছ পানীয় জল এবং বাজারের সমস্ত যায়গায় যাতে লাইটিং, সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয় সে ব্যাপারে চেষ্টা করব। ” পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যানজট ও অসামাজিক কাজকর্ম বন্ধ করার জন্য সমস্ত সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়। এছাড়াও পরিবেশ সুরক্ষা বিষয়ে পলিথিন ক্যারিব্যাগ বন্ধ করে বিকল্প হিসাবে কাগজ জাতীয় ব্যাগ ব্যবহার করার জন্য জীবন্তির ব্যবসায়ীদের পাশাপাশি কান্দিবাসীকে অনুরোধ করা হয় প্রশাসনের পক্ষ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584