জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
দীর্ঘ ২ বছর পর খাতা কলমে শুরু হলো মাধ্যমিক। অনলাইনে ক্লাস, পরীক্ষার মুড কাটিয়ে জীবনের সবথেকে বড় পরীক্ষায় বসলেন সকল মাধ্যমিক ছাত্র ছাত্রীরা। এ বছর মাধ্যমিক পরীক্ষার্থী ১১ লক্ষেরও বেশি।

এবার মাধ্যমিক পরীক্ষা অফলাইনে দেওয়ার বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা, মুর্শিদাবাদের কান্দির বিভিন্ন স্কুলে উঠে এলো এমনই চিত্র। পরীক্ষার্থীদের কেউ জানাচ্ছেন স্কুলে এসে পরীক্ষা দিতে পারায় খুশি, আবার কেউ বলছেন ঠিকমত সিলেবাস শেষ না হওয়ায় পরীক্ষার প্রস্তুতি নিতে পারে যায়নি।

প্রথম দিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় অভিভাবক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। পরীক্ষা শুরুর পর জীবন্তির উদয়চাঁদপুর হাইস্কুল সহ একাধিক স্কুল পরিদর্শন করেন কান্দি বিডিও নীলাঞ্জন মন্ডল। পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কান্দি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলে জানান তিনি।
আরও পড়ুনঃ “প্রশ্ন দপ্তর থেকেই ফাঁস হয়, সেখানে ব্যবস্থা নিক সরকার”, ইন্টারনেট বন্ধ রাখায় বিস্ফোরক দিলীপ ঘোষ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584