নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
কান্দি পৌরসভার বিভিন্ন এলাকায় উঠে এল জল যন্ত্রণার বিভিন্ন চিত্র। প্রসঙ্গত লাগাতার বৃষ্টির কারণে জল নিকাশি ব্যবস্থা না থাকার জন্য জলমগ্ন হয়ে রয়েছে কান্দি পৌরসভার বেশকিছু এলাকা, যার মধ্যে অন্যতম কান্দি পৌরসভার অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডের নমুকান্দির ডোমপাড়া ও জেলেপাড়া ধর্মরাজ তলা এলাকা। রাস্তার মধ্যে জল দাঁড়িয়ে থাকার কারণে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে এলাকার বাসিন্দা থেকে শুরু করে পথচলতি সাধারণ মানুষ।
তাদের দাবি, অবিলম্বে প্রশাসন যেন এই জল যন্ত্রণা থেকে মুক্তি দেয় তাদের। নমুকান্দির ডোমপাড়া এলাকার বাসিন্দাদের বক্তব্য বিগত ৪০ বছর ধরে বর্ষাকালে এরকমভাবে জল জমে থাকে এলাকায়।
এই জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে তারা কিন্তু আখেরে লাভ কিছু হয়নি বেশি বৃষ্টি হলে তাদের ঘরেও জল ঢুকে যায়। সাপ-খোপ, বিষাক্ত পোকামাকড় প্রতিনিয়ত যাতায়াত করছে তাদের ঘরে আর তা এই রাস্তার উপর জমে থাকা জলের জন্য।
আরও পড়ুনঃ কান্দিতে রাজ্য সড়কের উপরে আচমকাই গাছ পড়ল চলন্ত গাড়ির ওপর, আহত ১
তারা জানিয়েছে, আগামী দিনে প্রশাসন যদি তাদের দিকে নজর না দেয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন। এখন দেখার বিষয় আদৌ কি এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে কান্দির এই সাধারন মানুষগুলো নাকি আবার আগামী বর্ষাতেও এরকমই জল যন্ত্রণার শিকার হতে হবে তাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584