বাঙাল বাড়িতে কোজাগরী লক্ষ্মীপুজো ঐতিহ্য আজও অমলিন

0
86

তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ

দূর্গা পূজার পরের পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজোয় মাতে আপামর বাঙালি। মূলত পূর্ববঙ্গের লোকেরা অর্থাৎ বাঙাল সম্প্রদায়ের মানুষ বিশেষভাবে লক্ষ্মী পূজার আয়োজন করে থাকে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা তিথিতে। যেমন মুর্শিদাবাদের কান্দির সাহা পরিবার পারম্পরিক রীতি মেনে যুগ যুগ ধরে মাটির সড়াই লক্ষ্মী পুজোর আয়োজন করে আসছেন।

Laxmi puja
নিজস্ব চিত্র

পাশাপাশি কান্দির সাহা পরিবারের এই লক্ষ্মী পূজায় কিছু বিশেষ রীতি রেওয়াজ চলে আসছে আজও যেমন লক্ষ্মী দেবীকে অর্পণ করা হয় এখানে বউ নারকেল বিভিন্ন রকমের নাড়ু এবং ধনকুবের পুজো করা হয় ধন-সম্পদের আশায়।

lakkhi puja
নিজস্ব চিত্র

সাহা পরিবারের সদস্যরা জানিয়েছেন, লক্ষ্মী পূজোতে সারাদিন নির্জলা উপোস থেকে পরিবারের সদস্যরা লক্ষ্মী দেবীর ভোগ প্রস্তুত করে এবং অঞ্জলি দেবার পর খাবার খায়। শুধু তাই নয়, এলাকাবাসীদের লক্ষ্মীর ভোগ খাওয়ানোর রীতি এই পরিবারে চলে আসছে কষ্মিনকাল থেকে। সব মিলিয়ে কোজাগরী লক্ষ্মীপুজোয় ধনদেবী লক্ষ্মীর কাছে নিষ্ঠাভরে শান্তি ও প্রাচুর্যের আরাধনা করে থাকে পরিবারের সদস্যরা।

Kandi Saha family
সাহা পরিবারের সদস্য।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ লক্ষ্মীপুজোর পর শীতের চাদরে মুড়বে শহর কলকাতা

সাহা পরিবারের লক্ষীপূজা দেখতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আত্মীয় পরিজন ছুটে আসে কোজাগরী লক্ষ্মী পূজার সময়। আরম্ভর সঙ্গে নিষ্ঠা এবং পুজোর রীতিনীতি বজায় রেখে এবছরও মহাসমারোহে লক্ষ্মী পুজোর আয়োজন করল কান্দির সাহা পরিবার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here