নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
রাজ্যে আবারও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। করোনার তৃতীয় ঢেউ ও ওমিক্রনের জন্য সরকার জারি করেছে সতর্কবার্তা। জমায়েতের কারণে স্কুল, কলেজ, পার্ক সহ বিভিন্ন জায়গা ইতিমধ্যেই বন্ধ করেছে সরকার। সরকারি, বেসরকারি অফিসে অর্ধেক কর্মচারী নিয়ে কাজের কথাও বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাই এবার সাধারণ মানুষকে বোঝাতে রাস্তায় নামলেন মুর্শিদাবাদের কান্দি মহকুমা শাসক সাগর রানা। আজ কান্দি বাস স্ট্যান্ড চত্বরে মাস্ক বিহীন সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন মহকুমা শাসক সাগর রানা। তবে শুধু মাস্ক বিতরণ নয়, পথ চলতি সাধারণ মানুষকে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ ও ওমিক্রন সম্পর্কে বোঝান মহকুমা শাসক। কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিককে সঙ্গে নিয়ে সাধারণ মানুষকে করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে সরকারি নির্দেশ মেনে চলতে অনুরোধ করেন। কান্দি মহকুমা শাসকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথ চলতি সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ আই লাভ বহরমপুর ও একটি সেলফি জোন উদ্বোধন বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584