নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
২০১৬ সালের মুর্শিদাবাদের খরগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী মাধব মার্জিত খুনের ঘটনায় মূল অভিযুক্ত হুমায়ন মন্ডল। যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকার জরিমানা. সাজা ঘোষণা কোরল কান্দি মহকুমা আদালত। ছয় বছর আগে মুর্শিদাবাদের খড়গ্ৰাম ব্লকের দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে খড়গ্ৰাম থানার আমদুয়া গ্ৰাম সংলগ্ন এলাকায় ভর সন্ধায় প্রকাশ্যে দূস্কৃতীদের হাতে গুলি খেয়ে প্রায় ১১ দিন হাসপাতালের বেডে লড়াই করার পরে কলকাতার এস এস কে এম হাসপাতালে মৃত্যু হয় ২০১৬সালের খড়গ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মাধব মার্জিত এর।
আরও পড়ুনঃ সালার ব্লক এর স্কুলগুলিতে মাধ্যমিকে মেয়েরা টেক্কা দিল ছেলেদের
অভিযোগ এদিন রাতে মাধব মার্জিত বাড়ি ফেরার পথে দুই দুষ্কৃতী বাইকে করে এসে প্রকাশ্যেই তাকে গুলি করে চম্পট দেয় এলাকা ছেড়ে। পরে মৃত নেতার পরিবারের পক্ষ থেকে ৩০২,৩৪১,৩৪ আই পি সি ধারায় অভিযুক্ত আজিবুল মন্ডল ওরফে হুমায়ূন মন্ডল ,ও পল্টু মন্ডল নামে খড়গ্ৰামের থানায় খুনের মামলা দায়ের করা হয়.. অন্য দিকে ২৫ ও২৭ অস্ত্র আইনে আজিবুল মণ্ডল ওরফে হুমায়ুন মন্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করে মৃত তৃণমূল প্রার্থীর পরিবার।যদিও অভিযোগের ভিত্তিতে ওই ২ মূল অভিযুক্তকে খড়গ্ৰাম থানার পুলিশ গ্ৰেফতার জেল হেফাজতে রাখলে জেল হেফাজতেই মৃত্যু হয় ঘটনার অন্যতম মূল আসামী পল্টু মন্ডলের। ওই খুনের ঘটনার এক মাস পর মৃতের পরিবারের মুখ্যমন্ত্রীর কাছে সি বি আই তদন্তের দাবি জানালে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই দাবি অনুযায়ী ঘটনায় সি বি আই তদন্ত শুরু করা হয় , এবং গতকাল ওই খুনের ঘটনার প্রায় ছয় বছর পর কান্দি মহকুমা অতিরিক্ত দায়রা আদালতে তোলা হলে মোট ৪৫ জনের স্বাক্ষর প্রমাণে বিচারপতি সোমা মজুমদার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেন এবং আজ ঘটনায় মূল অভিযুক্ত হুমায়ুন মন্ডলের সাজা ঘোষণা করলো কান্দি মহকুমা আদালত এর বিচারক, মাননীয়া,সোমা যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা ঘোষণা হলো মূল অভিযুক্ত হুমায়ুন মন্ডলের বিরুদ্ধে..দীর্ঘদিন ধরে মামলা চলার পর অবশেষে সত্যের জয় হওয়ায় মৃত নেতার পরিবারের পক্ষ থেকে ভারতীয় বিচারব্যবস্থা বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584