চব্বিশ কোটি পারিশ্রমিকে কঙ্গনা সেলুলয়েডে জয়ললিতার ভূমিকায়

0
239

পিয়া গুপ্তা,মুভি ডেস্কঃ

Kangana is the Role of Jayalalitha
ছবিঃপ্রতিবেদক

সম্প্রতি তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিকে কাজ করবেন বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত।ইতিমধ্যে শোনা গেছে,জয়ললিতার জীবন ভিত্তিক সিনেমায় অভিনয়ের জন্য কঙ্গনা পারিশ্রমিক হিসেবে পাচ্ছেন ২৪ কোটি রুপি।তবে জয়ললিতার বায়োপিকে অভিনয়ের জন্য কঙ্গনার এই পারিশ্রমিক দেওয়ার মধ্যে আশ্চর্যের কিছুই দেখছেন না বলে ভারতীয় গণমাধ্যমকে জানান ছবির পরিচালক।জানা যায় দু’টি ভাষায় তৈরি হবে এই ছবি।

Kangana is the Role of Jayalalitha
ছবিঃপ্রতিবেদক

আরও পড়ুনঃ অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগারওয়ালের চরিত্রে দীপিকার ফার্স্ট লুক

তামিলে ছবির নাম হবে ‘থলাইভি’ ও হিন্দিতে ‘জয়া’। ছবির পরিচালনা করবেন এএল বিজয়।ছবির পরিচালক বলেন জয়ললিতা আমাদের দেশের বিশিষ্ট নেত্রী।তাঁর জীবনের উপর ছবি তৈরি করাটা বড় দায়িত্ব, অত্যন্ত দায়িত্ব ও সততার সঙ্গে কাজটা করতে হবে।কঙ্গনা রানাওয়াতের মতো বড় তারকা এই চরিত্রটার জন্য তৈরি হয়েছেন এমনই জানালেন জয়া’র পরিচালক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here