নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
ফের বলিউডে শাশ্বত চট্টোপাধ্যায়। এবার তাঁর জার্নি কঙ্গনা রানাউতের সঙ্গে, ‘ধাকড়’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন টলিপাড়ার অপু দা।
পরিচালক রজনীশ ঘাই৷ সূত্রের খবর অনুযায়ী, কঙ্গনার মেন্টরের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এর জন্য নাকি দুজনেই বেশ শারীরিক কসরত করছেন। এই প্রথম নারীকেন্দ্রিক থ্রিলার দেখবেন দর্শক।
ইতিমধ্যেই মধ্যপ্রদেশের ইনদোরে পৌঁছে গিয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। এরপরে রয়েছে ভোপালে শুটিং শিডিউল। প্রসঙ্গত, এর আগে ‘কাহানি’, ‘দিল বেচারা’-তেও অভিনয় করেছেন তিনি। একের পর এক বাংলা ছবিতেও নিজের অভিনয়সৌকর্য প্রমাণ করছেন গোয়েন্দা শবর দাশগুপ্ত থুড়ি শাশ্বত চট্টোপাধ্যায়।
আরও পড়ুনঃ সম্পন্ন হল ‘নেতাজি সুভাষ চন্দ্র বোস ব্রেভারি অ্যাওয়ার্ড ২০২১’
এবার কঙ্গনা রানাউতের সঙ্গে এই ছবিতে অভিনয় তাঁর সাফল্যের মুকুটে বাড়তি পালক চড়াবে তা বলাই বাহুল্য।
অক্টোবরের প্রথম দিনে রিলিজ করার কথ ছবিটির।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584