শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
দীর্ঘ প্রায় ১ বছর ধরে কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। অবশেষে আজ প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে ক্ষমাপ্রার্থনা করে কৃষি বিল প্রত্যাহারের কথা ঘোষণা করলেন। আর তাতেই বেজায় চটেছেন মোদীর পরম ভক্ত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে একেবারেই খুশি হননি বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা । উল্টে এই সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ বলে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। আক্ষাঙ্খা শান্ডিল্য নামে একজন একটি পোস্ট করেন কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে।
Street power is the only power that matters, hence proved. #FarmersProtest
— Akanksha Shandilya (@Youngndharmic) November 19, 2021
আকাঙ্খা টুইটারে লেখেন, “স্ট্রিট পাওয়ারই হল একমাত্র ক্ষমতা, তা আবার প্রমাণিত হল।”আকাঙ্খার এই পোস্টটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে কঙ্গনা লেখেন, “যদি রাস্তার মানুষেরা আইন প্রনয়ণ করতে শুরু করে, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা না করে তবে এটিও একটি জিহাদি দেশ। যারা এমনটা চেয়েছে তাদের সবাইকে শুভেচ্ছা।”
আরও পড়ুনঃ টুইটারে মোদিকে বিঁধে কৃষকদের পাশে বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রমনিয়ম স্বামী থেকে বিরোধীরা সকলেই
একই সঙ্গে কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তকে ‘দুঃখজনক, লজ্জাজনক ও অনৈতিক’ বলে ব্যাখ্যা করেছেন কঙ্গনা রানাওয়াত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584