নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বিশ্ব যোগ দিবসে নিজের পরিবারের উপর দিয়ে ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনার কথা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তুলে ধরলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। কঙ্গনার দিদি রঙ্গোলি চান্দেল। কঙ্গনার লেখা থেকে জানা যায়, অ্যাসিড-হামলার শিকার হন তাঁর দিদি রঙ্গোলি। প্রবল ঝড়ে ভেঙেচুড়ে যায় রঙ্গোলির জীবন। তার পর যোগব্যায়ামই তাঁকে নতুন ভাবে বাঁচতে শেখায়। মানসিক জোর দেয়, বেঁচে থাকার উৎসাহ জোগায়।
রঙ্গোলির বয়স যখন ২১ বছর, এক ব্যক্তি তাঁর দিকে অ্যাসিড ছোড়ে। একটি চোখের দৃষ্টি হারান রঙ্গোলি। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এক দিকের স্তন ও কান। ২-৩ বছর ধরে টানা চলে ৫৩ টি অস্ত্রোপচার। মানসিক যন্ত্রণায় কথা বলা বন্ধ করে দেন রঙ্গোলি। আকাশের দিকে তাকিয়ে বসে থাকতেন সারাদিন।এক বায়ুসেনা আধিকারিকের সঙ্গে বিয়ে স্থির হয়েছিল রঙ্গোলির।
নেটমাধ্যমে কঙ্গনার বিবৃতিতে জানা যায়, অ্যাসিড আক্রমণের পর সেই রঙ্গোলির হবু স্বামী একদিন দেখতে আসেন তাঁকে। কিন্তু তাঁর চেহারা দেখার পর আর কোনও দিন আসেননি তাঁর কাছে। ভেঙে যায় তাঁদের বিয়ে। তাতেও নাকি এক বারের জন্যও চোখের জল ফেলেননি রঙ্গোলি।
আরও পড়ুনঃ “মানসিক অস্তিরতা থেকে দূরে থাকতে যোগার জুড়ি নেই”– শ্রাবণী ভুইয়াঁ
চিকিৎসক জানান, মনের উপরে সাংঘাতিক প্রভাব পড়ায় তিনি কথা বলার ক্ষমতা হারিয়েছেন। কঙ্গনার বয়ান- “আমার তখন বয়স ১৯ কি তার কিছু কম বা বেশি। যোগ শিক্ষকের কাছে শরীরচর্চা করতাম নিয়মিত। আমি জোর করে দিদিকে নিয়ে যেতে শুরু করি সেই যোগ ব্যায়ামের শিক্ষকের কাছে। যোগ ব্যায়াম করার পর থেকেই ধীরে ধীরে দিদির মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে পারি। যোগ ব্যায়াম করার ফলেই ধীরে ধীরে দৃষ্টি ফিরে পায় দিদি। কমতে শুরু করে মানসিক আতঙ্ক এবং শারীরিক যন্ত্রণা।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584