নবনীতা দত্তগুপ্ত,বিনোদন ডেস্কঃ
রাজ কুন্দ্রার কাণ্ড কারখানা প্রসঙ্গে মুখ খুললেন বলিউডের বিতর্কিত কুইন কঙ্গনা রানাওয়াত। নায়িকার বিস্ফোরক মন্তব্যের ব্যাপারে জানেন না এমন কে আছে? পর্ন ছবি তৈরির অভিযোগে গ্রেফতার হওয়া রাজ কুন্দ্রার সঙ্গে তিনি তুলনা করলেন নর্দমার!
আজীবন ঠোঁটকাটা স্বভাবের এই অভিনেত্রী বলিউডকে নোংরা আক্রমণ করে বসলেন। “বলিউড দিন দিন নর্দমায় পরিণত হচ্ছে…”– এমন মন্তব্য করে বসলেন তিনি৷
কঙ্গনা তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন– “এই কারণেই আমি ফিল্ম ইন্ডাস্ট্রিকে নর্দমার মতো ভাবি কারণ সব চকচকে জিনিস সোনা নয়। আমার প্রযোজনা সংস্থায় তৈরি হচ্ছে ‘টিকু ওয়েডস সেরু’। ছবিতে বলিউডের সব নোংরা দিকের পর্দা ফাঁস করব। এই ইন্ডাস্ট্রিতে দৃঢ়তার প্রয়োজন রয়েছে। সঠিক মূল্যবোধের প্রয়োজন আছে।”
আরও পড়ুনঃ রাজ কুন্দ্রার গ্রেফতারের পর ‘সুপার ডান্সার ৪’-এ শিল্পার আসনে করিশ্মা
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরও বলিউডকে একপ্রকার তুলোধনা করেছিলেন কঙ্গনা। নেপোটিজমের বিরুদ্ধে কথা বলেছিলেন। আর তারপর থেকেই বলিউডের একাংশ পছন্দ করেন না তাঁকে। তবে তাতে কিস্যুটি যায় আসে না কঙ্গনার। বলেন নিজের চালে, নিজের তালে। বলিউডে কাজ পাবেন কি পাবেন না, তা নিয়েও বিন্দুমাত্র বিচলিত নন তিনি। নিজেই খুলে বসেছেন প্রযোজনা সংস্থা। একের পর এক ছবিও তৈরি করছেন অভিনেত্রী। তাঁর আগামী ছবি ‘ধকড়’। সেই শুটিং ফ্লোর থেকে ছবিও পোস্ট করেছেন কঙ্গনা। সেই ছবিতে অভিনয় করবেন টলিউড অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584