নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এই কথা৷ হিমাচলে তাঁর নিজের বাড়ি। সেখানেই যাবেন বলে নিয়মমতো কোভিড পরীক্ষা করিয়েছিলেন শুক্রবার। পরের দিন সকালে পরীক্ষার ফলাফল আসে ইতিবাচক অর্থাৎ পজিটিভ। সেই খবর নিজেই লেখেন ইনস্টাগ্রামে।
বলাবাহুল্য, টুইটার থেকে প্রত্যাখ্যান পেয়ে তাঁর মতপ্রকাশের এখন একটাই প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম। শনিবার সকালে কোভিড পজিটিভ হওয়ার খবরটি ইনস্টাগ্রামেই প্রকাশ করলেন কঙ্গনা। তাঁর কথায়- “এই রোগ সাধারণ সর্দি-জ্বর ছাড়া আর কিছুই নয়। সংবাদমাধ্যম একটু বেশিই বাড়াবাড়ি করছে। যার ফলে কিছু মানুষ আতঙ্কে ভুগছেন।”
আরও পড়ুনঃ ‘দেশবাসী কোভিডে মারা যাচ্ছে কিন্তু জাহাপনার লজ্জা নেই’, মোদীকে কটাক্ষ সায়নীর
সূত্রের খবর অনুযায়ী, হালকা জ্বর এসেছিল কঙ্গনার। শারীরিক দুর্বলতার সঙ্গে ছিল চোখে জ্বালা। হিমাচলে নিজের বাড়ি যাবেন বলেই কোভিড পরীক্ষা করিয়েছিলেন। তাতেই করোনা ধরা পড়ে। আপাতত হোম আইসোলেশনেই আছেন তিনি। শ্বাসকষ্ট নেই।
আরও পড়ুনঃ করোনায় প্রয়াত ‘ছিঁছোরে’ ছবির অভিনেত্রী অভিলাষা
পজিটিভ হওয়ার খবর দেওয়ার পাশাপাশি কঙ্গনা এ কথাও জানান, এই ভাইরাসকে তিনি ধ্বংস করবেনই। সাধারণ মানুষের উদ্দেশ্যে অভিনেত্রী বলেন- “এই ভাইরাসকে ক্ষমতাশালী হতে দেবেন না। এর থেকে আপনার শক্তি অনেক বেশি। ভয় পাবেন না। আপনি যদি ভাইরাসে ভয় পান, তবে আমি অন্য ভয় দেখাব আপনাদের।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584