নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বর্তমান রাজনৈতিক জল্পনার কর্ণধার প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর বর্তমান অবস্থা নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছিল তার ঘনিষ্ঠ কনিষ্ক পন্ডাকে। এরপরেও শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে মুখ খুলতেই তৃণমূল থেকে বহিষ্কৃত হলেন কনিষ্ক পন্ডা।
সোমবার পূর্ব মেদিনীপুর জেলার দাদার অনুগামীর পক্ষ থেকে তথা শুভেন্দু অধিকারীর অনুগামীদের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির পর সোমবার এগরাতে খোলা হল শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র। জানা গিয়েছে এই সহায়তা কেন্দ্র থেকে একাধিক সুযোগ-সুবিধা পাবেন সাধারণ মানুষ। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ব্লাড ও এলাকার দুঃস্থ মানুষদের জন্য নানান সামগ্রী।
সোমবার আনুষ্ঠানিকভাবে এই সহায়তা কেন্দ্র উদ্বোধন করলেন কনিষ্ক পন্ডা। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার প্রকল্প কে ঢপের চপ বলে আখ্যা দিলেন কনিষ্ক পন্ডা।
আরও পড়ুনঃ তৃণমূলের নেতা নেত্রীদের উত্তরপ্রদেশের মত গাড়ি দুর্ঘটনা ঘটবে! বিস্ফোরক মন্তব্য সায়ন্তন বসু’র
পাশাপাশি শুভেন্দু অধিকারীর রাজনৈতিক লড়াইয়ের একাধিক সাফল্যের কথা তুলে আনলেন তিনি,তবে আগামী দিনে এই সরকারকে পরাজিত করে নতুন সরকার আনার অঙ্গীকার করেন কনিষ্ক পন্ডা।তিনি আরো বলেন এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর চোখ দিয়ে বাংলার একাধিক জেলা দেখতেন, আজ পিকের চোখ দিয়ে দেখা আরম্ভ করেছেন।
আরও পড়ুনঃ বাঁকুড়া হেড পোস্ট অফিসে টিএমসিপির বিক্ষোভ
অন্যদিকে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ একাধিক নেতা কে তার পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয় নিয়ে তিনি বলেন কম্বলের সুতো বাছতে বাছতে একসময় কম্বল ফাঁকা হয়ে যাবে, তৃণমূলের পতাকা ধরার লোক থাকবে না, এমনই মন্তব্য করলেন কনিষ্ক পন্ডা। এই দিন উপস্থিত ছিলেন জয়ন্ত সাউ সহ একাধিক শুভেন্দু অনুগামীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584