মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
চলচ্চিত্র জগতে আবারও নক্ষত্র পতন। প্রয়াত হলেন দক্ষিণ ভারতের সিনেমার প্রখ্যাত অভিনেতা চিরঞ্জীবী। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় চিরঞ্জীবী সরজার৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় এই সুপারহিট নায়কের। সূত্রের খবর, শনিবার বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়েই বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিনেতা। চিকিৎসকরা শত চেষ্টা করেও বাঁচাতে পারেননি দক্ষিণী ছবির এই অভিনেতাকে। অবশেষে রবিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতার৷
করোনা সঙ্কটে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির পাশে দাঁড়িয়েছিলেন চিরঞ্জীবী। সম্প্রতি অভিনেতা চিরঞ্জীবীর নেতৃত্বেই তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি একটি কমিটি গঠন করেছিল। সেইসময় করোনা ক্রাইসিস চ্যারিটিকে তিনি দিয়েছিলেন ১ কোটি টাকা। চিরঞ্জীবী তাঁর টুইটে লিখেছিলেন, ‘করোনা মোকাবিলায় একদিকে যেমন লকডাউন একমাত্র উপায়, তেমনই এর জন্য তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির দিন মজুর এবং গরিব কর্মীরা চরম ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন। তাঁদের কথা মাথায় রেখেই আমি ১ কোটি টাকা দিচ্ছি।’
Deeply saddened and shocked to hear the passing away of #ChiranjeeviSarja. A young talent gone too soon. Condolences to his family and friends.
— Anil Kumble (@anilkumble1074) June 7, 2020
সহকর্মী আক্কিনেনি নাগার্জুনা, বরুণ তেজ এবং সাই ধরম তেজের সঙ্গে মিলে চিরঞ্জীবী একটি গান রেকর্ড করেছিলেন করোনার বিরুদ্ধে সচেতনতা প্রচারের জন্য। তবে এই গানটি নিজেদের বাড়ি বসেই রেকর্ড করেছিলেন তারকারা।
Shocked at the sudden demise of Kannada actor Chiranjeevi Sarja. He's just 39 years old. My condolences to the Sarja family. Rest in peace, Chiru. 💔🙏 pic.twitter.com/2AtVto9Y8w
— Allu Sirish (@AlluSirish) June 7, 2020
‘চিরু’, ‘সিনগ্র’, ‘আম্মা আই লাভ ইউ’-এর মতো কন্নড় ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন চিরঞ্জীবী৷ লকডাউনের কারণে আটকে ছিল তাঁর শেষ ছবি ‘রাজা মার্থান্ডা’র শুটিং। কিন্তু শেষপর্যন্ত এই ছবির শুটিং শেষ করে যেতে পারলেন না অভিনেতা চিরঞ্জীবী সরজা। অভিনেতার অকাল প্রয়াণে শোকস্তব্ধ দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584