নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
পথ দুর্ঘটনায় প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত দক্ষিণী অভিনেতা সঞ্চারী বিজয়। শনিবার বাইক দুর্ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে৷ ব্রেন ড্যামেজ হওয়ার কারণে অবস্থার অবনতি হয়। জীবন-মৃত্যুর টানাপোড়েনে শেষ রক্ষা হয়নি আর। ১৫ জুন মঙ্গলবার বেঙ্গালুরুর অ্যাপোলো হাসপাতালে জীবনাবসান হয় এই কন্নড় অভিনেতার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৮।
অভিনেতার পরিবারসূত্রে খবর, শনিবার রাতে বাইকে চেপে ওষুধ কিনতে বেরিয়েছিলেন তিনি। তখনই ঘটে দুর্ঘটনাটি। এরপর তাঁকে বেঙ্গালুরুর অ্যাপোলো হাসপাতালে আই সি ইউ-তে ভর্তি করা হয়। সোমবার চিকিৎসক ঘোষণা করেন, অভিনেতার ব্রেন মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত। এরপর মঙ্গলবার সকালেই মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেতা।
আরও পড়ুনঃ কলাকুশলীদের লকডাউন পিরিয়ডে প্রাপ্ত পারিশ্রমিক ফেরত দিতে হবে প্রযোজকদেরঃ ফেডারেশন
প্রসঙ্গত, হিন্দি, তামিল, তেলুগু তিন ভাষার ছবিতেই অভিনয় করেছেন তিনি। পেয়েছেন জাতীয় পুরস্কার। বেঙ্গালুরুতে রয়েছে তাঁর নিজস্ব থিয়েটার দল ‘সঞ্চারী থিয়েটার’।
সঞ্চারীর পরিবার ঘোষণা করেছে, অভিনেতার দেহের সব ইন্দ্রিয় তারা দান করে দেবে চিকিৎসা প্রযুক্তির কাজের স্বার্থে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584