পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
কেউ স্বপ্ন দেখছে পুলিশ হবার কেউ শিক্ষক কেউ সেনাবাহিনীতে চকারি করার।আজ কন্যশ্রী দিবসে কন্যাশ্রীদের বক্তব্য এমনটাই বহিঃপ্রকাশ হতে দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে বিডিও অফিসে প্রঙ্গনে ।যে সমস্ত কন্যাশ্রীরা আগে হতাশায় ভুগত,অভাবের তাড়নায় তাদের মতো কন্যাশ্রীদের একদিন পড়াশুনা ছাড়তে বাধ্য হতে হয়েছিল।আজ সেই সমস্ত কন্যাশ্রীদের দেখা গেল কন্যাশ্রী দিবসে পণপ্রথা বাল্যবিবাহের মতো সমাজে আষ্টেপৃষ্টে বাধা সামাজিক অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। এবার তারাই পনপ্রথা বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কন্যাশ্রী দিবসে নাটক মঞ্চস্থ্য করে সমাজের কাছে নতুন বার্তা দিল হাম কিসি সে কাম নাহি।কন্যাশ্রীদের বক্তব্য তাদের এত সাহস জুগিয়েছে রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।তারা জানায় কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে তারা যেমন পড়াশুনার জন্য টাকা পাচ্ছেন তেমন সবুজ সাথীর মাধ্যেমে সাইকেল পেয়ে সেই সাইকেল নিয়ে পড়াশুনা করতে স্কুলে আসছে রোজ।আজ আর তাদের কোন অসুবিধা নেই।
এদিকে আজ কালিয়াগঞ্জের এই কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানকে ঘিরে কন্যাশ্রীর মাধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে বিডিও অফিসে। বহু দুরদুরান্ত থেকে আসা বহু কন্যাশ্রীদের দেখা যায় হাসিমুখে নিজেরাই আগ্রহ সহকারে অনুষ্ঠানে অংশগ্রহন করতে। এদিকে রাজ্যের মূখ্যমন্ত্রীর স্বপ্নের এই কন্যাশ্রীর মাধ্যেমে গ্রাম ও শহরের অনেক স্কুল ছুট পড়ুয়ার সংখ্যা যেমন কমে গেছে তেমন ই বাল্যবিবাহ পনপ্রথার মতো সামাজিক অপরাধ ও অনেকটাই হ্রাস পেয়েছে বলে একমত প্রকাশ করেছেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপতি কার্তিক চন্দ্র পাল ও কালিয়াগঞ্জের বিডিও মহম্মদ জাকেরিয়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584